স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী সহ হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান করোনা শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। তিনি জানান গত ২১ এপ্রিল ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ডিসির নমুনা পাঠানো হয়। রোববার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। কিন্তু তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। নমুনা পাঠানোর পর থেকেই ডিসি নিজ বাসাতেই রয়েছেন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তিনি বাসার বাইরে বের হননি।
হবিগঞ্জ প্রশাসনের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত জেলায় সর্বমোট ২ হাজার ৩২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।প্রতিবেদনে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এরিমধ্যে করোনা শনাক্ত এক শিশু মারা গেছে। অন্য ৭৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি।
দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন
গত ২৪ ঘণ্টায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত।
দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৪০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গতকাল সোমবার ৬৮৮ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার ৯২৯।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভিডিও বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।