স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আইটি স্পেশালিস্ট দিদারুল ভূঁইয়াকে তাঁর বাসা থেকে মংগলবার সন্ধ্যায় RAB পরিচয় দিয়ে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে । তিনি রাষ্ট্রচিন্তা নামের একটি সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে। সংগঠনটি তাদের ঘোষণায় নিজেদের সম্পর্কে বলেছে এটি ‘একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংকট চিহ্নিত করা এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাব্য পথ অনুসন্ধান করার একটি উদ্যোগ।‘
দিদারুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, ইফতারের আগে দুটি কালো মাইক্রোবাসে করে কিছু লোকজন আসেন। তাঁদের পরনে সাদা পোশাক ছিল। তাঁরা নিজেদের RAB সদস্য বলে পরিচয় দেন। তারা নিয়ে যাবার সময় তারা বলে যান জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।
বিশিষ্ট মানবাধিকার কর্মী আইন ও সালিশ কেন্দ্র ( আসক) এর সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন স্ট্রেইট ডায়ালগকে বলেন- জাতি যখন করোনা সংকট মোকাবেলায় ব্যস্ত সে সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং সমর্থক সাম্প্রতিককালে গরিব মানুষের সাহায্যের চাল চুরি থেকে শুরু করে নানা বিধ অপকর্মের সাথে যুক্ত হচ্ছেন বলে আমরা পত্র-পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। যে কারণে সাম্প্রতিককালে ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ব্যক্তিবর্গ এবং তাদের ছত্রছায়ায় পালিত গোষ্ঠী বিভিন্ন সময়ে সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়াতে যারা এ সব বিষয়ে লেখালেখি করেন তাদের বিরুদ্ধে একের পর এক আইসিটি এ্যাক্টে মামলা এবং সর্বশেষ দিদারুল ভূঁইয়াকে RAB কর্তৃক তুলে নেয়ার যে অভিযোগ পরিবারের থেকে আমরা জানতে পেরেছি, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাস্ট্রের পৈশাচিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমরা মনে করি।
তিনি বলেন এই ধরনের গুমের সংস্কৃতি বহমান রাখার অর্থই হচ্ছে যাতে সাধারন জনগনের ভেতরে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বহমান রাখা যায়, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের ভিতর জমে ওঠা ক্ষোভ কোনভাবেই যাতে প্রকাশ না হয় সেই কারণেই রাষ্ট্রের এক ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করছি।
এদিকে রাষ্ট্রচিন্তার সংগঠক এডভোকেট হাসনাত কাইউম বলেন- বিনা পরোয়ানায় দিদারুলকে তুলে নিয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। তাঁরা দ্রুত দিদারুলকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য দিদারুল ভূঁইয়ার ফেইসবুক প্রোফাইলে করোনা মহামারী মোকাবেলায় রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্ত ও ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে সাধারণ সমালোচনামূলক কিছু পোস্ট দেখা গেছে।