চলমান করোনাভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনাকারীদের বিরুদ্ধে মামলা এবং অপহরণের অভিযোগ ওঠার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এমএসএফ-এর চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমএসএফ তাদের উদ্বেগের বিষয়টি জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গনমাধ্যমে প্রকাশিত এবং অন্যান্য ̈ সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, ৫ মে, ২০২০ সুনামগঞ্জে এক সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে কথিত ‘মিথ্যাচার‘ করার অভিযোগে সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে আটক করে কারাগারে পাঠানো হয়। ১৮ এপ্রিল ২০২০, রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ত্রাণ বন্টনে দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়। ৩০ এপ্রিল, ২০২০ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ̄’ স্থানীয় দৈনিক গ্রামীন দর্পণ প্রতিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামানিক ও একই পত্রিকার ষ্টাফ রির্পোটার শান্ত বনিক এবং অনলাইন র্পোটাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক খন্দকার শাহীনকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। গত ৯ মার্চ, ২০২০ রাতে মাগুরা-১ আসনের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শিখর মানহানির অভিযোগ করে নিজে বাদী হয়ে শেরেবাংলা থানায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন, যে মামলায় নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশিত একই খবর শেয়ার করায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ৫৪ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছে এবং পরে ৫৪ ধারায় মামলা দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে ৫ মে, ২০২০ সন্ধ্যায় ঢাকা বাড্ডা এলাকায় নিজ বাড়ি থেকে ‘রাষ্ট্রচিন্তা’ নামক একটি সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে RAB পরিচয়ে কিছু ব্যক্তি তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। দিদারুল ‘রাষ্ট্রচিন্তা’ পরিচালিত করোনাভাইরাস ত্রান মনিটরিং কমিটির সদস্য হিসেবে সরকারি ত্রান কার্যক্রম পর্যালোচনা করছিলেন এবং এ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম নিয়ে সম্প্রতি সামাজিক গনমাধ্যমে ছিলেন বলে তাঁর পরিবার থেকে বলা হয়েছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে বিদ্যমান সংকটাবস্থায় সাংবাদিকরা দেশের জনগনকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের বক্র্তব্য ও প্রয়োজনীয়তাসমূহ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে নীতিনির্ধারকদের অবহিত করছে। এমএসএফ আরো মনে করে ডিজিটাল আইনের মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের হয়রানী, গ্রেফতার ও কন্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, যা শুধু মাত্র দু:খজনকই নয়, বরং সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতার পরিপন্থি । সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন
করতে পারে এমন পরিবেশ তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাসমূহের
প্রভাব বিবেচনায় নিয়ে গ্রেফতারকৃত সাংবাদিকদের দ্রুত মুক্তিপ্রদানসহ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবী জানিয়েছে। ৬ মে ২০ (প্রেস বিজ্ঞপ্তি)