ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারীজনিত কারণে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচলে বিধিনিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে।
সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও নিয়মিত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কার্গো, ত্রাণবাহী আকাশযান, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম যথারীতি এই বিধিনিষেধের বাইরে থাকবে।
সরকার মহামারীর কারণে ছুটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সড়ক, নৌ ও আকাশ পথে চলাচলে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পর বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত আসলো।