ঢাকা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, এটি আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় “আমফান” পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৭.৬ উওর অক্ষাংশ এবং ৮৭.০ পূর্ব দ্রাঘিমাংশ ) অবস্হান করছে। এটি মংগলবার বাংলাদেশ সময় রাত ০৯ টায় (১৯.০৫.২০২০) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬১৫ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬১০ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরাসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঝোড়ো বাতাসও। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ৫ থেকে ১০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১৪০ থেকে ১৬০ মিটার বেগে ঝোড়ো বাতাসসহ অতি ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি নিম্নে সম্মানিত পাঠকদের জন্য দেয়া হলো।