ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে নতুন করে মংগলবার দু’জনসহ মোট ১০ জন রোহিঙ্গা শরণার্থীর করোনভাইরাসের পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ।
উল্লেখ্য ১৪ মে শরণার্থীর শরণার্থীদের মধ্যে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়েছিল ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আক্রান্তরা এখন বিচ্ছিন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।
প্রতিবেশী মিয়ানমারে (বার্মা) অত্যাচারে পালিয়ে আসার পরে এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের জনাকীর্ণ শিবিরে বসবাস করছেন।
উল্লেখ্য, ক্যাম্পগুলি গত ১৪ মার্চ থেকে লকডাউনের মধ্যে ছিল।