ডেস্ক রিপোর্ট: পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বুধবার পর্যন্ত সংক্রমিত হয়েছে ২ হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ২২৫ জন। এছাড়া কোয়ারেন্টিনে রয়েছে ৩ হাজার ৫১৮ জন। আইসোলেশনে রয়েছে ১ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ পুলিশ সদস্য।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন । এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ২৮ হাজার ৫১১ জন শনাক্ত হলেন। দেশে একদিনে করোনায় মৃত্য ও আক্রান্ত রোগীর সংখ্যার হিসাবে এটাই সর্বোচ্চ।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে সব মিলিয়ে মারা গেছেন ৪০৮ জন।
নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরো জানান হয়, নতুন একটিসহ মোট ৪৭ টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ২ লাখ ১৪ হাজার ১১৪টি।।
এছাড়া নতুন করে একদিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।
দেশে সর্বপ্রথম ৮ মার্চ করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর এর দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু’র ঘোষণা দেয়া হয়।



