ডেস্ক রিপোর্ট: শুক্রবার দুপুরে র্যাব ৪-এর অপারেশন অফিসার সাজেদুল হক গণমাধ্যমকে বলেছেন- গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অধিনায়ক স্যার করোনার পরীক্ষার নমুনা দেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল করোনা পজিটিভ।
সাজেদুল হক জানান-তাদের অধিনায়ক মোজাম্মেল হক এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
র্যাব অধিনায়ক মোজাম্মেল হক এর আগে র্যাব ১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে র্যাব ৪-এ যোগদান করেন। তার আগে তিনি বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
র্যাব ৪-এর অপারেশন অফিসার জানান তাদের শরীরে করোনার কোন উপসর্গ নেই।
উল্লখ্য, ইতিমধ্যে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা করোনায় ব্যাপকহারে আক্রান্ত শনাক্ত হয়েছেন।