ডেস্ক রিপোর্ট : সরকারী হিসাবে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। দেশে একদিনে করোনায় মৃত্যু এটাই সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ৩৩ হাজার ৬১০ জন শনাক্ত হলেন।
রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৮৭৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২০ জন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৩ হাজার ৬১০ জন।
বুলেটিন আরো জানায়- রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে সর্বমোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন।
দেশে সর্বপ্রথম ৮ মার্চ করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর এর দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু’র ঘোষণা আসে।