রোববার লন্ডন সময় বিকাল ৪ টা
বাংলাদেশ সময় রাত ৯টা
মালয়েশিয়া সময় রাত ১১ টা
কানাডা সময় সকাল ১১ টা
লাইভ অনুষ্ঠান : করোকা কালে প্রবাসের ঈদ
অনুষ্ঠানে থাকছেন –
• লিসবন থেকে রানা তসলিম উদ্দিন
লিসবন সান্তা মারিয়া মাইওর ওয়ার্ড কাউন্সিলর
প্রেসিডেন্ট পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশন
• কানাডার টরেন্টো থেকে শরীফ আহমেদ
রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিশিষ্ট ছড়াকার
এবং
• মালয়েশিয়া থেকে
ডাঃ শাকের উদ্দিন আহমেদ
সহকারী অধ্যাপক
কোয়েস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইপোহ,পেরাক,মালয়েশিয়া।
• উপস্থাপনায়: শাহ আলম ফারুক
মানবাধিকার কর্মী ও আইনজীবী
সম্পাদক, স্ট্রেইট ডায়ালগ ডটকম
লাইভ সম্প্রচার হবে স্ট্রেইট ডায়ালগ ডটকম অনলাইন পত্রিকায়, স্ট্রেইট ডায়ালগ ডটকমের ফেইসবুক পেজে এবং ইউটিউবে।
আপনিও প্রশ্ন ও মতামত দিয়ে লাইভ চলাকালীন যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/straightdialogue1
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/user/faruklondon