ডেস্ক রিপোর্ট : সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। এক সময়কার তারকা খেলোয়াড় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।গেল বৃহস্পতিবার স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দেশের ফুটবলে পরিচিত মুখ হেলাল ১৯৭৫-১৯৮৮ সালগুলোতে ঢাকা আবাহনীর হয়ে মাঠ মাতান । খেলোয়াড়ি জীবন শেষে তিনি ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালকও হন। ১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দলে এবং জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে ১৯৭৯ সালে। জাতীয় দলের হয়ে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি খেলেন।
১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে তুমুল গণ্ডগোলের সূত্রে আবাহনীর যেই চার ফুটবলারকে জেলে নেয়া হয় ফুটবলার হেলাল তাদেরই একজন। বাকি তিনজন ছিলেন কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার।