ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে নিজে খাবার খেতে পারলেও এখনো তাকে অক্সিজেন নিতে হচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের একটি সূত্র জানায়- এখনো ড. জাফরুল্লাহ’র শ্বাসকষ্ট আছে। তবে শুক্রবারের (৫ জুন) মত বেশি শ্বাসকষ্ট নেই। তাকে কম পরিমাণে অক্সিজেন দেওয়া হচ্ছে। সকালের নাস্তায় সামান্য পরিমাণে নরম খাবার খেয়েছেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে না পারার কারণে তাঁর শারীরিক দুর্বলতা রয়েছে।
উল্লেখ্য গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের র্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।েএছাড়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে লিঙ্গভেদে পুরুষ ৭১ শতাংশ ও নারী ২৯ শতাংশ শনাক্ত হয়েছেন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৮৪৬ জন।
এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে পুরুষ ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯ শতাংশ।