ডেস্ক রিপোর্ট: শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করা ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর করোনা পজিটিভ পাওয়া গেছে। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রোববার সকালে তাতে পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে বলা হয়েছিল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে, নয় মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০ টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ এ নিয়ে সাথে সাথে তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়। রাত পৌনে ১টায় সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।