ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার শনিবার রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার তাকে সেখানে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।