সোজা কথা ডেস্ক: শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেকারদের জন্য বিনা সুদে ঋণ সহ কতিপয় দাবীতে স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের মানব-বন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক মোঃসাখাওয়াত হোসেন ভূইঁয়া, সদস্য সচিব মোঃ আল-আমিন রাজু,
যুগ্ন-আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্র-পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ আল হোসাইন প্রমুখ।
নিম্নোক্ত দাবির পক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর সময় বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শিত হয়।দাবির মধ্যে ছিল- চাকুরিতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ থেকে শুরু করে মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে শর্তসাপেক্ষে চাকুরির সুযোগ উন্মুক্ত করা, বেকারদের কর্মসংস্থান ও উদ্দ্যেক্তা সৃষ্টিতে উৎসাহিত করতে বিনা জামানতে ১০ বছর বিনা সুদে রাষ্টায়ত্ত সকল ব্যাংক কর্তৃক ১০ লক্ষ টাকা ঋন সুবিধা দেয়া, চাকরির নামে কর্পোরেট দাস প্রথা বিলুপ্ত করতে অনতিবিলম্বে সাংবিধানিকভাবে বেসরকারী চাকরির কর্মঘন্টা ও প্রতি কর্মঘন্টা অনুসারে বেতন নির্ধারণ এবং গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, অবিলম্বে জনমত বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়া।
বক্তারা অবিলম্বে দাবি গুলো মেনে নেয়ার আহবান জানান।