সোজাকথা ডটকম: বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৭টা ২০ মিনিটে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ও ফরিদপুর জেলা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ জি মুহাম্মদ খুরশিদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় খুরশিদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানও পৃথক বাণীতে মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।