সোজাকথা রিপোর্ট: কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো’র এমিরিটাস প্রফেসর, অর্থনীতিবিদ সাবেক মন্ত্রী ড: ওয়াহিদুল হক আর নেই। কানাডার টরন্টাতে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। টরন্টো প্রবাসী সাবেক ঢাবিয়ান শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কিছুকাল বার্কলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর ড: হক ইউনিভার্সিটি অব টরন্টোতে যোগদান করেন এবং অর্থনীতি বিভাগের প্রফেসর হিসেবে সর্বশেষ দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। অবসরের পর তাঁকে এমিরিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেয়া হয়।
তিনি এরশাদ সরকারের সময় অর্থমন্ত্রী হিসেবে প্রায় পৌনে দু বছর ( সেপ্টেম্বর ১৯৮৮- মে ১৯৯০) দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯-১৯৯০ সালের বাজেট পাশ করেন।