সোজাকথা ডেস্ক: পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত আড়াই মাসে সারা দেশে ৫০ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ডিএমপির ১৬ জন। গতকাল পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত ১২ হাজার ৭৮০ জন। আক্রান্ত ব্যক্তিদের দিক থেকেও ডিএমপিতে সর্বোচ্চ, ২ হাজার ৪৪৪ জন সদস্য।
সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৯ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন। গতকাল কোয়ারেন্টিনে ছিলেন ১৩ হাজার ৮০৪ জন আর আইসোলেশনে ৫ হাজার ২ জন।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাবে এক হাজার ৮৯৮ জন, আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ৬৩৫ জন এবং বিশেষ শাখায় (এসবি) আক্রান্ত আছেন ৪৮৩ জন সদস্য। চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) আক্রান্ত হয়েছেন ৪৩০ জন সদস্য। দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি ফরিদপুরে করোনায় আক্রান্ত আছেন ২৪১ জন পুলিশ সদস্য।
করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা, ছয়জন পুলিশ পরিদর্শক, ১০ জন উপপরিদর্শক (এসআই), ছয়জন এএসআই, একজন নায়েক, তিনজন সাধারণ কর্মচারী (সিভিল স্টাফ), ১৯ জন পুলিশ কনস্টেবল ও চারজন র্যাব সদস্য রয়েছেন।
কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধী ধরতে অভিযান, সাধারণ মানুষকে বুঝিয়ে ঘরে পাঠানো, দেশে ফেরা প্রবাসীদের কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) নিশ্চিতকরণের মতো কর্তব্যের পাশাপাশি দুস্থ ব্যক্তিদের কাছে ত্রাণ পৌঁছানো, করোনায় মৃত ব্যক্তিদের দাফনে সহযোগিতা করা, হাসপাতালে চিকিৎসা পেতে সাহায্য করার মতো মানবিক কাজ করে যাচ্ছে পুলিশ। ঘোর অসময়েও তাঁরা জনগণের মধ্যে থেকে কাজ করে গেছেন। তাতেই আক্রান্ত হয়েছেন অনেকে। আর পুলিশ ব্যারাকগুলোতে গাদাগাদির ফলে একজনের থেকে অনেকের মধ্যে রোগটি ছড়িয়েছে।
১৪/৮/করোনা/হানিফ