বাংলাদেশের মাটি-পানি-বায়ু প্রতারক চাষের উর্বর ক্ষেত্র। শুধু মাটি-পানি-বায়ু নয়, এ দেশের ছাগল-ভেড়া, গাধা-ঘোড়া, ইদুর-বাদুড়, মসজিদ-মন্দির-প্যাগোডা, মক্তব-মাদ্রাসা, ধর্মশালা-কর্মশালা, ঐতিহ্য-সংস্কৃতি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, শহর-গ্রাম, রাজনীতি-সমাজনীতিসহ মানবসেবায় নিবেদিত সমস্ত উপকরণ দুর্নীতির ব্যাপক চাষবাসের অনুকুলে। পল্লীদেশে একটি প্রবাদ আছে, ‘বড়লোকের ভাজা কলাইও গজায়’! দরিদ্র মানুষ নিজের দুর্ভাগ্য, বড়লোকের সৌভাগ্য বোঝাতে আক্ষেপ করে এটি বলেন।
বাস্তবে ভাজা কলাই গজায় না। কিন্তু বাংলাদেশে প্রতারকের ছাইও গজায়। কঠিন শিলা ভেদ করে দুর্নীতির চারা গজায়। সে চারা বঙ্গালদেশকে খেয়ে ফেলেছে। এদেশের সকল প্রাণী দুর্নীতিগ্রস্থ মস্তিষ্ক্য, দুর্নীতির ব্যাধি বুকে-পিঠে বেধে জন্মায়। আর এদেশের তেলাপোকা-উইপোকারা আজন্ম প্রতারকের নামে কালেমা জিকির করে।
আমাদের রাষ্ট্র একজন সাহেদ, আমাদের সমাজ একজন সাহেদ, আমাদের আইন একজন সাহেদ, আমাদের পার্লামেন্ট একজন সাহেদ। আমাদের বাবা-মা, খালা-খালু, ফুফা-ফুফু, শ্বশুর-শ্বাশুড়ী, দাদা-দাদি, নানা-নানি একজন করে সাহেদ-সাবরিনা দম্পতি। আমাদের শিক্ষকরা একজন করে সাহেদ, আমাদের নেতারা একজন করে সাহেদ, আমাদের নেত্রীরা একজন করে সাবরিনা। আমি নিজে একজন বিশ্ব বেহায়া সাহেদ!
রাষ্ট্র আমাদের স্বাস্থ্য দেয় না, বাড়ি দেয় না, বিদ্যুত-জ্বালানি সেবা দেয় না, বন্যা-মহামারীরে ভাত দেয় না, ভবঘুরে নারীর কাপড় দেয় না। বিদ্যালয়ে শিক্ষা দেয় না, শিক্ষাঙ্গনে গুণ্ডা দেয়, মেধার ভেতর মাদক দেয়, অস্ত্রবাজ ছাত্র দেয়, বদমায়েশ চাটা শিক্ষক দেয়, ভুয়া টেকসট বুক দেয়, অবিজ্ঞান-কুবিজ্ঞান, ভুলভাল ইতিহাস দেয়। পড়া শেষে চাকরি দেয় না, ব্যবসার কাজে টাকা দেয় না, জ্ঞানচর্চার স্থান দেয় না। প্রতিবাদে ডিম দেয়, মরিচ মেরে চোখ নেয়। বেকার ছেলে সমাজ নেয় না, বাবা-মা জায়গা দেয় না, মেয়ের বাবা পাত্রী দেয় না। প্রতিবেশি ইনসাল্ট করে, আত্মীয়রা থেথলে মারে।
মোটা অঙ্কে চাকরি হয়, মসজিদে বাবা মিলাদ দেয়, পীরের মাজারে শিন্নি দেয়। আত্মীয়দের কাছে দোয়া চায় যাতে ছেলেও মোটা ঘুষ খায়। বিসিএস ক্যাডার পাত্র চাই, ঘুষ ছাড়া কথা নাই। ঘুষের টাকায় আমলারা হজে যান, মসজিদ-মাদ্রাসা-এতিম খানায় দান করেন, সন্তানকে ইউরোপ পাঠান, বাটপারি পড়া শেখান। ক্যানাডায় বাড়ি কেনে, দেশ বিদেশে ক্যাসিনো মারে। ঘুষ না খেলে বউ মারে, বাচ্চারা ঘেউ ঘেউ করে। প্রতিবেশি ইনসাল্ট করে, আত্মীয়রা থেথলে মারে। বন্ধুরা সব মজা নেয়, কথায় কথায় সবাই কয়- দেশপ্রেম ধুয়ে পানি খা, মন্ত্রী-আমলা লুটেরা। সাহেবের দোষটা কী? সব ব্যাটারাই সাহেদজি।
– আশরাফুল ইসলাম রানা: সাংবাদিক