প্রবীর চক্রবর্তী: এই করোনা মহামারীর সময়ে হতদরিদ্র আদিবাসী জনগোষ্ঠী অর্থের অভাবে মাস্কসহ সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারছে না। এ সময় ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে কামদিয়া গোবিন্দগঞ্জের আদিবাসী নারীরা নিজেদের ব্যবহারের জন্য মাস্ক নিজেরা তৈরি করে এবং হাতে তৈরি মাস্ক এলাকার আশেপাশে সকলকে বিতরণ করে। আদিবাসীরা করোনাকালীন সময়ে কি ধরণে সাবধানতা রক্ষা করে চলতে পারে সে বিষয়েও তারা আলোচনা করেন।