ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে আছেন। অসুস্থবোধ করলে নমুনা পরীক্ষার পর গতকাল মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এর আগে গত মঙ্গলবার গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের তিন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁরা হোম আইসোলেশনে আছেন।
গত সোমবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসক এবং দুজন কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বাকি ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কালীগঞ্জ উপজেলায় অন্য জেলা থেকে আসা সাতজন ও স্থানীয় একজনসহ মোট আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁরা বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।