সোজা কথা ডেস্ক: কুড়িগ্রাম জেলার নারী আইনজীবী ও দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রেহানা খানম বিউটি (৬১) আর নেই । সোমবার (৩ আগস্ট) বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এডভোকেট রেহানা খানম আইনজীবী আবুল কাশেমের স্ত্রী এবং জেলা মহিলা দলের আহ্বায়ক বলে জানা গেছে। পাশাপাশি তিনি কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়েরও শিক্ষক ছিলেন।
জানা যায়, এডভোকেট রেহানা খানম হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ফাইলেরিয়াসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার বিকালে রংপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এডভোকেট রেহানা খানম বিউটি কুড়িগ্রামের প্রথম নারী আইনজীবী এবং দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর। ১৯৮৫ সালে আইন পেশায় যুক্ত হওয়া এই নারী আইনজীবী ১৯৯২ সালে জেলার পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।