আজ যখন কথায় কথায় নেতার অবমাননার কথা বলা হয় –
তখন ফ্ল্যাশ ব্যাকে কত কী মনে পড়ে
• একমাত্র কর্ণেল জামিল ছাড়া সেদিন কেউ সাড়া দেন নি নেতার ডাকে
• বহুল আলোচিত সমালোচিত রক্ষী বাহিনীর ৩৫ হাজার সদস্য গোলা বারুদ ছাড়া ট্যাংকের সামনে ঠায় দাঁড়িয়েছিল
• ২১ জন মন্ত্রী নেতার লাশ দাফনের আগেই মুশতাকের মন্ত্রীসভায় শপথ নিয়ে ফেলে
• অধিকাংশ সংসদ সদস্য মুশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করে
• এত বড় ঘটনার পর হঠাৎ সব থমকে গিয়েছিল বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ ছাড়া
• কাদের সিদ্দিকীর নেতৃত্বে কিছু তরুণ সশস্ত্র প্রতিবাদ জানিয়েছিলেন
• মাঠ পর্যায়ে সে সময়কার অধিকাংশ সুবিধাভোগী নেতা প্রথমে মুশতাক পরে জিয়া এরশাদের দলে ভিড়ে যান
• গুটিকয়েক নেতা এবং নিবেদিত প্রাণ কর্মী দলের প্রতি আনুগত্য
রেখেছেন যাদের জন্য সময়টা ছিল ভীষণ দুর্বিষহ
• স্পিকার লন্ডনে গিয়ে বলেন – জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে
• অনেক সুবিধাভোগী শিল্পী সংস্কৃতিসেবী বুদ্ধিজীবি নানা শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ভোল পাল্টে, জেনারেল জিয়া-এরশাদের দলে নাম লেখান বা তাদের সহযোগিতার জন্য হাত প্রসারিত করেন।
• আজো দলে দলে যোগদান চলছে । কথায় কথায় নেতা-নেত্রীর জন্য অনেকের কত আনুগত্য । যার তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ । অভিজ্ঞতা বলে প্রতিকূল সময়ে এদের অনেকের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। ৭৫এ ও যেমন পাওয়া যায় নি ।
সাধু সাবধান
অতি ভক্তি আর অতি আনুগত্য থেকে
নিয়মতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক আচরণকে উৎসাহিত করুন
পা চাটার দল ব্যাংক লুটেরা সোনা চোর টেন্ডারবাজদের দূরে রাখুন
– শাহ আলম ফারুক
সোশ্যাল মিডিয়া পোস্ট আগস্ট ১৫, ২০২০