সোজা কথা ডেস্ক রিপোর্ট : শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ( বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের ৭২ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন চিকিৎসক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক। সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম।
এ ছাড়া করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও সাতজন চিকিৎসক মারা গেছেন বলে বিজ্ঞপ্তিতে এই তথ্যও জানানো হয়।