সিলেট প্রতিনিধি: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে বৃহস্পতিবার আরও ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার ফলাফলে করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবারের পরীক্ষায় সিলেটে দু’জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হন। এদের একজনের বাড়ি গোয়াইনঘাটে, অপরজনের জৈন্তাপুরে। বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এই দুজনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাতজন। এর মধ্যে সিলেটের তিনজন, মৌলভীবাজারের একজন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জের দুজন। আক্রান্তদের মধ্যে সিলেটে একজন ও হবিগঞ্জের একজন মারা গেছেন।
হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার দিনে ওসমানীতে করা ৮৭ জনের পরীক্ষার রিপোর্ট রাতে আমাদের আইইডিসিআর থেকে জানানো হয়েছে। এই ৮৭ জনের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। তাদের রিপের্ট নেগেটিভ এসেছে।
তিনি বলেন, বুধবার ওসমানীতে একটি পরীক্ষার ব্যাপারে আইইডিসিআর’র সন্দেহ হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হয়ে তারা শুক্রবার আমাদের জানাবেন।