সোজা কথা ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু ওসমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মুক্তিযুদ্ধের সময় আবু ওসমান চৌধুরী সম্মুখ যুদ্ধে লড়াই করেছিলেন এবং ৮ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন।
আবু ওসমান চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অসুস্থতার কারণে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় তাঁর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনাভাইরাস নেগেটিভ আসে। তবে অন্য জটিলতার কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিক জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁর বাবাকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে তিনি মারা যান।
আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।