১৩ সেপ্টেম্বর রোববার লন্ডন সময় বিকাল ৪টা বাংলাদেশ সময় রাত ৯টায় হেফাজতে নির্যাতনবিষয়ক আইনের মামলার প্রথম রায় : একটি পর্যালোচনা- শীর্ষক সোজা কথা ডটকম- এর ৪০ তম লাইভ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। লাইভ অনুষ্ঠানে ঢাকা থেকে যুক্ত হন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর চেয়ারপার্সন এডভোকেট জেড আই খান পান্না, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন ও পুলিশ হেফাজতে নিহত জনির ভাই মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকি। সোজা কথা ডটকম- এর সম্পাদক (অ:), মানবাধিকার কর্মী এডভোকেট শাহ আলম ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।