চরফ্যাশন প্রতিনিধি: ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পক্ষকাল ব্যাপী ২০২০ উপলক্ষ্যে ভোলার চরফ্যাশন সাংবাদিকদের নিয়ে “ওরিযেেন্টশন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কার্যালয় মিলনায়তনে এই ওরিযেেন্টশন কর্মশালায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য আবাসিক কমকর্তা ডাঃ মাহাবুব কবির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক সাংবাদিক মাইনুদ্দিন জমাদার, সাংবাদিক আমিনুল । এ সময় পাওযার পয়েন্টে ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন চরফ্যাশন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আবদুল হাই ।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য আবাসিক কমকর্তা ডাঃ মাহাবুব কবির তার বক্তব্যে জানান, চরফ্যাশন পৌরসভাসহ ২১টি ইউনিয়নে ৪৬৩টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ৮ হাজার ৭০২জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৪৯ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাম্পেইন বাস্তবাযন করতে মাঠে ৯৬২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।
এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর আহবান জানান।