সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের বাহুবল বাজার সংলগ্ন মেয়াদউর্তীর্ন করাঙ্গী নদীর ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন পথচারীরা। ব্রীজ নির্মাণের জন্য স্হানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন। এতে টনক নড়ছেনা কতৃপক্ষের। দীর্ঘ ৬ মাস আগে এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ব্রীজটি ঝুঁকিপূর্ন ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। কিন্তুু আজও ব্রীজ নির্মাণের আলামত দেখছেন না এলাকাবাসী। অনুসন্ধানে জানা ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পরিষদ তহবিল থেকে ব্রীজটি মেরামতের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তুু মেরামতের আদৌ কোন আলামত নেই। এ নিয়ে এলাকাবাসীর মাঝে আলোচনা সমালোচনা চলছে। নতুন ভাবে ব্রীজ নির্মাণের উদ্যোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান এ ব্রীজের দুরাবস্থাসহ ব্রীজটি নির্মাণের জন্য হবিগঞ্জের মাননীয় জেলাপ্রশাসক মহোদয় এর নিকট লিখিতভাবে অবগত করেছি। জেলাপ্রশাসক মহোদয় জনদূর্ভোগ লাঘবে বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগকে অবহিত করেন। এ প্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ এলজিইডি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অবহিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আশা করি দ্রুত নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।