সোজা কথা ডটকম রিপোর্ট: সেই নির্যাতিতা নারীর খোঁজ মিলেছে। পুলিশ ঐ নারীকে খুঁজে বের করেছে। খুঁজে পাবার পর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দেলোয়ার বাহিনীর দেলোয়ারের নেতৃত্বে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেই নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করার ঘটনা সামাজিক মাধ্যমে রোববার দুপুরে ছড়িয়ে পড়ে। এরপর বিকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুর রহীম নামের একজনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখলে পুরো ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে। রোববার বিকেলে দেখা যায় ওই পরিবারের বসত ঘরে তালা ঝুলছে, ভুক্তভোগী পরিবার নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ রোববার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত এক যুবককে আটক করে। আটককৃত আব্দুর রহীম (২৭) একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা বলছে, গত মাসের (২ সেপ্টেম্বর) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে একজন মানবাধিকার কর্মী সূত্রে জানা যায়, পুলিশ নিখোঁজ গৃহবধূর সন্ধান পেয়ে তাকে থানায় নিয়ে এসেছে। রাত ৯ টার দিকে তিনি থানায় ছিলেন এবং পুলিশ তাঁর সাথে কথা বলছিল।
ছবিতে বাম থেকে ‘বাহিনী প্রধান’ দেলোয়ার, কালাম ও গ্রেফতার আব্দুর রহীম