চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিযন ৮নং ওযার্ডের ব্যবসাযী সিদ্দিকুর রহমানের স্ত্রী লিয়া মনি (২০) প্রথমবারের মতো নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন।
রবিবার (৫অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় ডাঃ হোসনে আরার তত্ত্বাবধানে চরফ্যাশন আধুনিক ডাযাগনস্টিক হাসপাতলে একে একে ফুটফুটে ৩ সন্তানের জন্ম হয়।
ডাক্তার হোসনে আরা জানান, অন্যত্র আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে ডাক্তার টুইন বেবির কথা বললেও নরমাল ডেলিভারির সময আমরা নিরাপদে একে একে তিন বেবির জন্মগ্রহণ নিশ্চিত করেছি। বর্তমানে মা ও তিন পুত্র সন্তান সুস্থ এবং বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে একসঙ্গে ফুটফুটে তিন পুত্র সন্তান জন্মদানের খবর লিয়া মনির পরিবারে ছড়িয়ে পরলে আত্মীয স্বজনের মধ্যে এক বাঁধভাঙ্গা আনন্দ ও মিষ্টি বিতরণের আনুষ্ঠানিকতা লক্ষ্য করা গেছে। সদ্য ভূমিষ্ঠ হওযা তিন পুত্র সন্তানের বাবা সিদ্দিকুর রহমান জানান, আমার বিয়ের বয়স দেড বছর সদ্য ভূমিষ্ঠ হওযা তিন নবাগত পুত্র সন্তানই আমার প্রথম সন্তান একসঙ্গে তিন সন্তান পেয়ে আমি মহান আল্লাহর নিকট হাজার শুকরিয়া জানাচ্ছি। তিনি তার সন্তানদের এবং সন্তানের মাযের জন্য সবার দোয়া কামনা করেন।