সোজা কথা ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার দুপুরে শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে ছাত্র ইউনিয়নের ৭ নেতাকর্মী আহত হয়েছেন। এরপর সন্ধ্যায় ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কুশপুত্তলিকা দাহ করে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তার ঘরে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের দুটি মামলার প্রধান আসামি বাদলকে ৭ দিন ও ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ ৩নং আমলি আদালতের বিচারক মাশফিকুল হক এ আদেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকায় গ্রেফতার হওয়া বাদলকে র্যাব বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে। এরপর আজ মঙ্গলবার প্রধান আসামি বাদলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১০ দিন ও তথ্য প্রযুক্তি আইনের পর্নোগ্রাফি আইনের মামলায় আরও ১০ হিসেবে মোট ২০ দিন ও একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ এর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মদ বলেন, নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ ৩নং আমলী আদালতের বিচারক মাশফিকুল হক রিমান্ড শুনানি শেষে উভয় মামলার প্রধান আসামি বাদলের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় ৩ দিনসহ মোট ৭দিন এবং একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, স্বামী দ্বিতীয় বিয়ে করায় ছেলে-মেয়েকে নিয়ে একলাশপুরে বাবার বাড়িতে থাকতেন ওই নারী। ১০ বছর পর গত ২ সেপ্টেম্বর স্বামী তার কাছে এলে দেলোয়ার বাহিনীর ক্যাডাররা দরজা ভেঙে ওই নারীর ঘরে ঢোকে। এরপর তারা ওই নারীর স্বামীকে পাশের রুমে বেঁধে রেখে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এরপর থেকে ওই নারী এলাকাছাড়া হয়ে পালিয়ে থাকলেও তাকে মোবাইলফোনে নানা ধরনের হুমকি ও কুপ্রস্তাব দিতো দেলোয়ারবাহিনী। তিনি ফিরে না আসায় গত ৪ অক্টোবর সে ভিডিও ফেসবুকে প্রকাশ করে দুর্বৃত্তরা। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ ও র্যাব তাদের বিরুদ্ধে মাঠে নামে। এ মামলায় এজাহারভুক্ত আসামি মোট ৯ জন। এদের মধ্যে ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী প্রতিবাদ মিছিলে হামলা
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরাও তাতে যোগ দেন।
বেলা সোয়া ১টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগে হয়ে টিএসসি এলাকায় ফিরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
সন্ধ্যায় দুপুরের হামলার প্রতিবাদে মশাল মিছিল
ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কুশপুত্তলিকা দাহ করে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলটি হাতিরপুল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় মশাল মিছিল থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। এসময় মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুশপুতুলও দেখা যায়।
কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, সারাদেশে যখন একের পর এক ধর্ষণ, গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে তখন যার কাছে মানুষ নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্যে জানান দিলেন, ‘কোন দেশে নারী ধর্ষণ হয় না?’ অর্থাৎ নারী ধর্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে সাহস পেয়ে আরো দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানি নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটিয়েছে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
এসময় বুধবার সকাল ১১টায় আবারও শাহবাগে জড়ো হওয়ার ঘোষণা দেন অনিক রায়।