চরফ্যাশন ভোলা প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বিভিন্ন অপরাধের হোতা শশীভূষণ শাহাজান হোটেল এন্ড রেস্টুরেন্টে হামলা করে লুটপাট ও ভাংচুর করার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী আঃ রাজ্জাক(৫০) ও বেল্লাল হোসেন(৪০)নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে তাদেরকে শশীভূষণ বাজার থেকে গ্রেফতার করা হয়।এদিকে এই দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে শশীভূষণ এলাকাবাসী মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে একাধীক ব্যবসায়ী জানান। শশীভূষণের রসæলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো রফিকুল ইসলাম মিয়া বলেন, এদের অত্যাচারে শশীভূষণের সাধারন মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, আঃ রাজ্জাক ও বেল্লাল দীর্ঘদিন শশীভূষণ বাজারে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। মাদক ব্যবসা, চাঁদাবাজী, জমি ও ভিটি দখল, ধর্ষণ ও সাধারণ ব্যবসায়ীদের দোকানে ঘরে রাতের আধারে হামলা করে মালামাল লুণ্টন করাসহ এমন কোন অপরাধ নাই যে তারা করেন নাই। তাদের অত্যাচারে শশীভূষনের সাধারন মানুষ অতিষ্ট।
হোটেল মালিক শাহাজান বলেন, আঃ রাজ্জাক ও বেল্লাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তারা দীর্ঘদিন ধরে শশীভুষণ এলাকায় মাদক, চাঁদাবাজী,জমি ও ভিটি জবর দখল করে আসছে। তারা ভূমিদস্যু আদম ব্যবসায়ী নুরুল ইসলাম বাচ্চুর সন্ত্রাসী বাহিনীর প্রধান হয়ে এলাকায় সাধারন মানুষের দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে আসছে। তাদের ভয়ে সাধারন মানুষ মুখ খুলে কথা বলতে সাহস পাচ্ছে না। কেউ কিছু বললে তাকে ইজ্জত সম্মান হারাতে হতো।শাহজাহান আরো জানান, গত রবিবার রাতে বেঁচাকেনা শেষে হোটেল বন্ধ করে বাড়িতে চলে যান। সোমবার ভোর রাতে নুরুল ইসলাম বাচ্চু(ওরফে আদম বাচ্চুর নেতৃত্বে আঃ রাজ্জাক ও বেল্লালসহ ১৫/২০জনের সন্ত্রাসী বাহিনী হোটেলে ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে যাবতীয় মালামাল ট্রাকে করে নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় হোটেল মালিক মো শাহজাহান বাদী হয়ে গত কাল সোমবার রাতে নুরুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামী করে ১৫ জনের নামে শশীভূষণ থানায় একটি মামলার দায়ের করেন। আর সেই মামলায় এই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় । শশীভূষণ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো রফিকুল ইসলাম এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।