সোজা কথা প্রতিবেদক
লন্ডনের এক বিশিষ্ট একাউন্টেন্সি ফার্মের স্বত্ত্বাধিকারী, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান এফসিএ সোমবার সকালে স্থানীয় এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ড. মামুন রহমানের মৃত্যুতে কমিউনিটি ও তাঁর দলীয় সহকর্মী সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি খুলনার ফুলতলার সন্তান।তিনি একজন চার্টার্ড একাউন্ট ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই গণসাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফ র মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, তাকে লন্ডনে দাফন করা হবে।
জনাব মামুন রহমান পরোপকারি ছিলেন। করোনাকালে খুলনায় নিজ এলাকায় শত শত মানুষকে তিনি অর্থ এবং খাদ্য সহায়তা করেছেন। তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডবিরোধী সংগঠন ‘সাপোর্ট লাইফ’-এর চেয়ারম্যান ছিলেন।
সোজা কথা ডটকম পরিবারের শোক
সোজা কথা ডটকম পরিবার ড. মামুন রহমান এফসিএ‘র মৃত্যুতে গভীর শোকের প্রকাশ করে মরহুমের শোকসন্ন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ড. মামুন রহমান এফসিএ‘র স্মৃতিচারণ করতে গিয়ে সোজা কথা ডটকম-এর সম্পাদক (অবৈতনিক) শাহ আলম ফারুক বলেন তাঁর সাথে কখনো ড. মামুনের দেখা হয়নি, ফেইসবুকে লেখা পড়তেন, অজ্ঞাত কারণে পছন্দও করতেন। তিনি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নও হতেন। বছরখানেক আগে একদিন টেলিফোনে কথা হয়। করোনার জন্য আর সরাসরি দেখা হওয়া সম্ভব হয়ে উঠেনি। অপেক্ষায় ছিলাম। কিন্তু তা আর হয়ে উঠলো না। আজ সকালে লন্ডনের এক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। একটা দলের জাতীয় কমিটির সদস্য ছিলেন কিন্তু মানসিকভাবে দলীয় চিন্তায় আচ্ছন্ন ছিলেন না। টেনিসের জন্য বিখ্যাত উইম্বিলডনের একটি একাউন্টেন্সি ফার্মের স্বত্বাধিকারী এই মানুষটির জীবনের সব বিষয়ে স্বাধীন, খোলামেলা ও গভীর চিন্তাভাবনা ছিল। আর ছিল খুবই মানবিক এক বিশাল হৃদয়।
সোজা কথা সম্পাদক এডভোকেট শাহ আলম ফারুক আরো বলেন, দুপুরে ফেইসবুকে (Dr Mamoon Rahman) তাঁর চলে যাবার সংবাদ পাবার পর থেকে খুবই বিমর্ষবোধ করছি। এডভোকেট ফারুক ড. মামুনের আত্নার শান্তি কামনা করেন।