নিজস্ব প্রতিবেদক, ঢাকা থেকে
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়।
পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠান্ডা মাথায় এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডা. ডালিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ডা. ফজলে রাব্বি, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সান্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভিন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফার নেতৃত্বে চট্টগ্রামে পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে শহীদ বুদ্ধিজীবী শান্তিময় খাস্তগীরের বাসস্থান সংলগ্ন সমাধি ভূমিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়েছে। এই স্মৃতিচারণ সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া চট্টগ্রাম জেলা নাগরিক ঐক্যের সংগঠক নেতা আলহাজ্ব আব্দুল মাবুদ, ভাসানী অনুসারী পরিষদ সংগঠক নেতা কমরেড মহিউদ্দিন বকুল, আরমান আনসারী, বিশিষ্ট সাংবাদিক পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাকিম রানা, উপজেলা নাগরিক ঐক্য সংগঠক ও সকালের সময় টিভি ষ্টাফ রিপোর্টার সাংবাদিক নজরুল ইসলাম, শহীদ শান্তি খাস্তগীর স্মৃতি সংসদের আহ্বায়ক বাবু প্রদীপ দে শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ শান্তি ময় খাস্তগীরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি তার পৈতৃক সমস্ত স্থাবর বিশাল সম্পত্তি এলাকার পটিয়া সরকারি কলেজ, শশাংকমালা প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রহমান সরকারি গার্লস স্কুল ও খলিলুর রহমান গার্লস স্কুল ও কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আগে থেকেই দান করে যান।
তিনি ৭১ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত বোয়ালখালী ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজে অধ্যক্ষ হিসাবে শিক্ষা প্রসারে অবদান রাখেন। তিনি জীবনে অবিবাহিত ছিলেন।
এলাকার প্রচুর জনসাধারণ এই স্মরণ সভায় উপস্থিত হয়ে শহীদ বুদ্ধিজীবী তালিকায় শহীদ শান্তিময় খাস্তগীরের নাম তালিকাভুক্ত করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।