সোজা কথা ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এ জন্য দরকার বিপুল ভ্যাকসিন, যার জন্য কোনভাবেই শুধুমাত্র বাইরে থেকে আমদানীর উপর নির্ভর করা উচিত হবে না। বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী খাত অনেক সমৃদ্ধ। ফাইজারের সাথে চুক্তি করে বাংলাদেশে তা উৎপাদনের ব্যবস্থা করা। তাহলে তা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে।
সোজা কথা ডটকম লাইভ-এর ৬১ তম পর্বে ২৭ ডিসেম্বর রোববার বাংলাদেশ সময় রাত ৯টা, লন্ডন সময় দুপুর ৩ টা, সৌদী আরব জিঝান সময় রাত ১২ টা, নিউইয়র্ক সময় সকাল ১০ টায় প্রচারিত লাইভে নিউইয়র্কের ইন্টারফেইথ মেডিক্যাল সেন্টারের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের এটেন্ডিং ফিজিশিয়ান ডা. চৌধুরী হাসান এ প্রস্তাব করেন।
‘করোনার নতুন ধরণ এবং ভ্যাকসিন আপডেট‘ শীর্ষক এ লাইভের আলোচনায় অংশ নেন কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স বাংলাদেশের কান্ট্রি চিফ ডাঃ ইশরাত রফিক ঈশিতা (আইপিসি)।
বরাবরের মত সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী সোজা কথা ডটকম-এর সম্পাদক( অ.)
এডভোকেট শাহ আলম ফারুক।
ডা: ঈশিতা বলেন ভ্যাকসিন নিয়ে নানা রকম কল্পনা কল্পনা চলছে। করোনার নতুন ধরণ বা স্ট্রেইন কি রকম প্রভাব ফেলছে সে বিষয়ে পরিষ্কার তথ্য এখনো আমাদের হাতে নেই। তিনি বলেন দৈনিক ২০ হাজার টেস্ট দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না, ১ থেকে দেড় লাখ টেস্ট হলে পরিস্থিতির পরিস্কারচিত্র বোঝা যেত। তিনি বলেন এক রিপোর্টে দেখা গেছে ২ কোটির বেশি মানুষ কোভিডের কারণে হতদরিদ্র হয়ে গেছে।
ডাক্তার চৌধুরী হাসান বলেন তিনি আশাবাদী মানুষ। তিনি আশাবাদী আগামী ৬ মাসের মধ্যে পৃথিবীর সব মানুষ ভ্যাকসিন পাবে। বিশেষত: ৬৫-৭০% মানুষকে ভ্যাকসিন দেয়া গেলে পৃথিবী নিরাপদ হবে।
পুরো লাইভ দেখার জন্য পাঠকদের জন্য ফেইসবুক লিংক এবং ইউটিউব লিংক দেয়া হলো।