নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
নয় মাসের উপর জেলে বন্দী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আটক লেখক মুশতাক আহমেদকে আর জামিনের জন্য আদালতে যেতে হবে না। গত বছরের মে মাস থেকে আটক লেখক মুশতাক আহমেদ বুধবার দিবাগত রাতে কাশিমপুর কারাগারে সব আইন আদালতের উর্ধ্বে চলে গেলেন। বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়- কারাগার কর্তৃপক্ষ বলেছে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বয়োবৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান মুশতাক আহমেদ সোশ্যাল মিডিয়ায় নানা দুর্নীতি অনিয়ম নিয়ে লিখতেন। বিশেষ করে রম্যরচনার মত করে তিনি লিখতেন। গত বছর করোনা শুরু হলে এ সংক্রান্ত একটি তথ্য সমৃদ্ধ লেখা তিনি ফেইসবুকে লিখেন। সে লেখাটি তাঁর অনুমতি নিয়ে সোজা কথা ডটকমের পূর্ব সূরী স্ট্রেইট ডায়ালগ ডটকমে প্রকাশ করা হয়। তাঁর গ্রেফতার পরবর্তীতে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রেস স্টেটমেন্টে উল্লেখ করে সে লেখাটির কারণে তাঁকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক করা হয়েছে।
যে লেখার জন্য লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়েছে তার লিংক এখানে উৎসাহী পাঠকদের জন্য দেয়া হলো।
http://localhost/mytest/startup/details/1174/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d/