বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী জুলাই, ২০২১ সময়ে মানবাধিকার লংঘনের ঘটনা ও পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বিচারবহির্ভূত হত্যাকান্ড ক্রমাগতভাবে অব্যাহত রয়েছে। ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকসহ, সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, কারা হেফাজতে মৃত্যু, সীমান্তে হতাহতের মতো ঘটনা থামছে না। অপরদিকে ছিনতাই ও গনপিটুনির মতো ঘটনা করোনা অতিমারির সংকটকালে বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ উপরোক্ত পর্যবেক্ষণ সম্বলিত প্রতিবদন প্রকাশ করেছে।
গুরুত্ব বিবেচনায় প্রতিবেদনের পূর্ণ বিবরণ পাঠকদের জন্য প্রকাশ করা হলো:
আইন–শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভুত হত্যাকান্ড
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী জুলাই, ২০২১ মাসে বিচারবহির্ভূতহত্যাকান্ডের শিকার হয়েছেন ৪ জন বাংলাদেশী ও ২ জন রোহিঙ্গা। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ৫টি ঘটনার ৪টি ঘটে কক্সবাজারে ও অপরটি ময়মনসিংহে। ১৫ জুলাই উখিয়ায় বিজিবি’র কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে লুৎফর রহমান (৪০) নিহত হন। বিজিবি’র দাবি লুৎফর রহমান মাদক কারবারি ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকাসহ অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, মারামারিসহ বিভিন্ন ঘটনায় এক ডজন মামলার আসামী ছিল। ১৫ জুলাই টেকনাফে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হাসিমুল্লাহ (৩৩) নামের এক রোহিঙ্গা ডাকাত নিহত হন। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অপহরণ, মুক্তি বাণিজ্য, ডাকাতি, ইয়াবা লুটপাটের একাধিক মামলা রয়েছে। ১৭ জুলাই কক্সবাজার শহরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হন। র্যাবের দাবি আশরাফ আলী কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে। ১৯ জুলাই কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান করিম উল্লাহ (৩২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হন। ১৮ জুলাই ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুইজন নিহত হন। র্যাবের দাবি, নিহতরা দুষ্কৃতিকারী।
কারা পরিস্থিতি
জুলাই, ২০২১ এ কারা হেফাজতে একজন শিশুর রহস্যজনক মৃত্যসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, কারাভ্যন্তরেএকজন কয়েদী বন্দি নির্যাতিত হয়েছে।
১০ জুলাই গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু হাজতি সিহাব মিয়া (১৬) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবাররাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বক্তব্য সন্ধ্যায় রুমের ভেতর অন্যান্য হাজতিদের সঙ্গেবাকবিতণ্ডায় জড়িয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হাজতিদের থাকার কক্ষের ভেতরে কোনো একটি বস্তুর সঙ্গে আঘাতলেগে সিহাব আহত হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়েআসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী কারাগারে আব্দুর রব প্রকাশ বাবুল ড্রাইভার (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। ১৫ জুলাই ভোরেকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুর রব, ২৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মো. আমির উদ্দিন (৮৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেরপুর কারাগারে চিকিৎসাধীন কয়েদী তৈয়মুদ্দিন (৪৫) এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুলাই জেলা সদর হাসপাতালে নিলে একই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপরোক্ত ঘটনাগুলির কোনও সুষ্ঠূ তদন্ত সাপেক্ষে দায়িব্যক্তিদের সনাক্ত করে বিচারের আওতায় আনার কোনও তথ্য প্রকাশ করা হয় নাই।
ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের দুর্গাপুরের শাহজাহান বিলাস, কয়েদি নম্বর ৭১৫১/এ, ডাকাতি ও হত্যা মামলার ৫৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২৬ বছর ধরে তিনি কুমিল্লা কারাগারে বন্দী। সম্প্রতি তিনি ১২ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, নগদ ৬০০ টাকাসহ কারারক্ষীদের হাতে ধরা পড়েন। এ প্রেক্ষিতে কারাভ্যন্তরে কেস টেবিলের সামনে ডেকে জিজ্ঞাসাবাদের নামে প্রকাশ্যে বন্দি বিলাসের দুই হাত পিঠমোড়া করে বেঁধে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয় যার ভিডিও ইউটিউব ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। বন্দি নির্যাতনের বিষয়টি ভাইরাল হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং কারা অধিদপ্তরের কর্মকর্তাদের নজরে আসলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কুমিল্লা কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ শরীফ ও কারারক্ষী অনন্ত চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর কারারক্ষী অনন্ত চন্দ্র দাস আত্মহত্যার চেষ্টা করেন। কারাভ্যন্তরে বন্দী নির্যাতনের ঘটনা অবশ্যই অনাকাঙ্খিত তেমনি কারাভ্যন্তরে মাদক সামগ্রি পাওয়া অপ্রত্যাশিত। ঘটনার সুষ্ঠূ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন প্রকাশের দাবি করা হচ্ছে।
সীমান্তে হতাহত ও পরিস্থিতি
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী জুলাই, ২০২১ মাসে দেশের সীমান্তএলাকাগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে ২জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন অপরদিকে তিনটি অস্বাভাবিক মৃত্যুজনিত লাশ উদ্ধার হয়, ১টি লাশ ফেরত না দেয়া, বল প্রয়োগ ও বিএসএফ সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনাও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে বিএসএফের গুলিতে আবদুররাজ্জাক নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়। গরু ব্যবসায়ী রাজ্জাকের মরদেহ বিএসএফ নিয়ে যায়।লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী সীমান্তের মেইন পিলার ৯২০-সাব পিলার৮ এর কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল বর্মন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহতহয়। বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে নিহত যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার ভারত সীমান্তবর্তী নাটাপাড়া থেকে খালের পানিতে ভাসমান একঅজ্ঞাতনামা নারীর (৫৫) লাশ উদ্ধার করা হয়। ৭ জুলাই বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীচৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারী সনাতন ধর্মাবলম্বী বলে বৈঠক সূত্রে জানা গেছে। সিলেটেজৈন্তাপুর সীমান্তে বিএসএফ’র ধাওয়ায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়। ৪৮ ঘণ্টা পর সীমান্তের ভারতীয় অংশেতার লাশ ভেসে ওঠে। ৭ জুলাই গরুর সন্ধান করতে শ্রীপুর সীমান্তে ভারতের কাছাকাছি চলে যায় সোহেল। ভারতীয়সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিক সোহেলকে দেখে ধাওয়া করে। সোহেল আত্মরক্ষার জন্য পানিতেঝাঁপ দেয়। তখন থেকে সোহেল নিখোঁজ ছিল। কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে বেলাল হোসেন (৪০) নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১ জুলাইসকালে পৌরসভার বীরচন্দ্রনগর এলাকার সীমান্ত পিলার ২১০৬-১৫-এস থেকে ৩০ ফুট ভারত সীমান্তের অভ্যন্তরেআকাশি গাছের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের ১ নম্বর উপপিলারের কাছে ২৮ জুন বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রিফাত হোসেনের (৩২) লাশ এখন পর্যন্ত ফেরত দেয়নি বিএসএফ। এ ছাড়া কুড়িগ্রমের ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দুরেশিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭ এর সাব পিলার ৮ এর নিকট মসজিদমোড় (জুম্মারপাড়) বাজারের আছিরুলের দোকান থেকে একই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর নিকট আনোয়ারের বাড়ি পর্যন্ত ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রাচীন সড়কটি প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা পাকাকরণ ও ওয়ালের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের কুর্শাহাট ক্যাম্পের সদস্যরা।
ভারত থেকে স্থলপথে দেশের ফেরার সময় হেফাজতে থাকা এক বাংলাদেশি নারীকে রামেশ্বর কয়াল নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তা ধর্ষণ করেছে। বৈধ পাসপোর্ট বা কোনো রকম কাগজপত্র ছাড়াই দালাল মারফত ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। ২৮ জুলাই, বুধবার রাত ১১টা নাগাদ ভারতের উত্তর ২৪ পরগনার গৈহাটা এলাকার ঝাউডাঙ্গা সীমান্তে বিএসএফ-এর ১৫৮ ব্যাটালিয়ন সদস্যদের হাতে আটক হন। ১২টার সময় ক্যাম্পে নিয়ে যাওয়া যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। ইতিমধ্যে এই অভিযোগে বিএসএফের রামেশ্বর কয়ালকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। সূত্রে জানা যায় নারীটি বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। গত তিন বছর ধরে গুজরাটের একটি শাড়ির শোরুমে কাজ করতেন।
এ মাসের বিভিন্ন সময়ে ঝিনাইদাহ, সাতক্ষীরা, নওগাঁ, চাপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলোতে ৬টি ঘটনায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ কালে তিন ভারতীয় নাগরিকসহ মোট ৩৪ জনকে বিজিবি আটক করেছে।
উচ্চ পর্যায় থেকে বারংবার প্রতিশ্রুতি সত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ করা হয়নি। বাস্তবতা হলো, হত্যাকান্ড, হতাহত বা সীমান্ত সমস্যর পর পতাকা বৈঠক ছাড়া বিজিবির কোনো তৎপরতা কারও চেখে পড়ে না। সরকারের পক্ষ থেকে সীমান্তে অনাকাঙ্খিত ঘটনাসমূহের প্রতিবাদ ও প্রতিকারে ভূমিকা নিয়ে জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
শিশু ও নারীর প্রতি সহিংসতা
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী জুলাই, ২০২১ মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতারঘটনা বিগত মাসগুলোর মতই অব্যাহত রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। এ সময়ে ৩৩২টি নারী ও শিশু নির্যাতনেরঘটনা সংঘটিত হয়েছে যা জুন, ২০২১ মাসে ছিল ৩২২টি ঘটনা। এ মাসে ধর্ষণের ঘটনা ৬২টি, গণধর্ষণ ২৫টি, ধর্ষণও হত্যা ৪টি, যার মধ্যে ৬ জন প্রতিবন্ধীসহ ৪৭ জন শিশু ও কিশোরী রয়েছে। উল্লেখ্য যে, ধর্ষণের শিকার ৬২ জনেরমধ্যে ৩৭জন শিশু ও কিশোরী রয়েছে, অপরদিকে গনধর্ষণে ১৬ জন এবং ধর্ষণ ও হত্যার ঘটনায় ২জন শিশু ওকিশোরী রয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার ২৬ জনের মধ্যে ১৭ জনই শিশু ও কিশোরী। যৌন হয়রানি ১৫টি ওশারীরিক নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। এসময়ে ২৭ জন শিশুকিশোরীসহ মোট ৬৬ জন নারী আত্মহত্যাকরেছেন। অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছে ১ জন নারী। অপহরণের শিকার হয়েছে ২ জন কিশোরী অপরদিকে ২ জন প্রতিবন্ধীসহ ৬জন শিশু ও কিশোরী নিখোঁজ রয়েছেন। জুলাই মাসে ১৪ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৭৩ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন, যার মধ্যে ১৮ জন শিশু ও কিশোরী রয়েছেন। গণমাধ্যমসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক, জমি সংক্রান্ত বিরোধ ইত্যাদি কারণে এহত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ৩টি ও প্রেম ঘটিত ২টি মোট ৫টি ঘটনার অবৈধ সালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা করা হয়। ৩ জন জীবিতসহ ৭জন নবজাত শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়। এ শিশুদেরকে কি কারণে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিস্ট কর্তৃপক্ষ তা নিরূপনের চেষ্টা করে না। দেশব্যাপি ধর্ষণ, শিশু ও নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন, শ্লীলতাহানি, যৌন হয়রানী ও নিপীড়নের ঘটনা যে হারে ঘটে চলেছে তাতে করে সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের দায়দায়িত্ব ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিরন্তর প্রশ্নবিদ্ধ হচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার/অপব্যবহার
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক ব্যবহারে জনমনে নানা উদ্বেগ আর ক্ষোভের জন্ম দিয়েছে। বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত হলেও এ আইনে মামলার নামে হয়রানি কমেনি বরং ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২জন সাংবাদিক গ্রেফতার ও ৪ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একজন নারীসহ ৮ জন সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ২ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থীও রয়েছে। গ্রেফতার করা হয়েছে একজন রাজনৈতিক কর্মীকে ও মামলা দেয়া হয়েছে অপর এক রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে।
কুষ্টিয়ায় ‘ভয়েস অব কুষ্টিয়া’ নামের সরকারের অনুমোদনহীন একটি নিউজ পোর্টাল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত ও ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে ‘কুষ্টিয়া মেডিকেল কলেজে রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার’ শিরোনামে সংবাদ প্রকাশ করছে দাবি করে ভয়েজ অব কুষ্টিয়া নামের অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল (৪২) ও বার্তা সম্পাদক অঞ্জন কুমার শীল (২৮) কে নিজ বাসা থেকে আটক করে নিয়ে পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হয়। ।
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, জাগোনিউজ ২৪ডট কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি রহিম শুভ’র বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়মনিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অপরদিকেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঝালকাঠি প্রেসক্লবের সাধারণ সম্পাদক, চ্যানেল২৪ ও যুগান্তরের ঝালকাঠি জেলা প্রতিনিধি আক্কাস সিকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বগুড়ায় এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঁদাবাজি ও ধর্ষণচেষ্টায় জড়িত থাকার অভিযোগে অটোরিকশাচালক শামীম প্রামাণিক ওরফে সোহান (২৩) ও তাঁর সহযোগী সিরাজুল ইসলাম প্রামাণিক (২০) কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিসহ সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারমূলক পোস্ট প্রদান করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুনফাসির মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নামে লুটপাট হচ্ছে বলে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিলে নগরীর বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আতিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়।
‘আমি সেই খোকন’ নামের একটি ফেসবুক আইডি থেকে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে আপত্তিকর বক্তব্য পোস্ট দেওয়ার অভিযোগে কুমিল্লার মো. খোকন (৩২) নামের এক সৌদি প্রবাসীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় জেলা ছাত্রলীগের উপসাহিত্য সম্পাদক মো. হারুণ অর রশিদ (২৬) কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে ঝালকাঠির রাজাপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বগুড়ায় কলেজছাত্রীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কলেজ পড়ুয়া দুই কিশোর শিক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। হেলেনা জাহাঙ্গীর নামে এক নারীকে বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্যাদি রাখার দায়ে গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে উপস্থিত করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা একটি নম্বরবিহীন মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন চালক ফয়ছল কাদিরসহ তিনজন। অস্থায়ী নিরাপত্তাচৌকিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে সেখান থেকে ফেসবুকে ‘লাইভ’ শুরু করেন। হয়রানির অভিযোগ তুলে প্রায় আধা ঘণ্টার লাইভে তিনি ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করেন। পড়ে ট্রাফিক পুলিশ ফয়ছল কাদিরকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। বর্তমান সময়ে দন্ডবিধি আইনে মামলা না করে বরং ডিজিটাল সিকিউরিটি আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে যা হয়রানিমূলক ও অগ্রহণযোগ্য।
সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের লংঘন
স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রেও এ মাসে চিত্র ছিল উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত ৮ জন সাংবাদিক নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
টাঙ্গাইলে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন ও বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ নিজ বাসাথেকে বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে যাওয়ার পথে আকুর টাকুর পাড়ায় হাউজিং মাঠ এলাকায় পৌঁছালে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবলু ও তার ছেলে মির্জা সিয়াম আনোয়ার বিশালসহ আরও অনেকেই মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে মাসুদের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি এবং লাথি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়েহাসপাতালে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমানকে একটি ফেসবুক আইডি থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক আরাফত রহমান নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ফরিদপুরের সালথায় ৫ এপ্রিলের সন্ত্রাসী ঘটনায় পুলিশ একটি মামলা করে। উক্ত মামলার এক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নূরুল ইসলামের নাম বললে পুলিশ সাংবাদিক নূরুল ইসলাম ওরফে নাহিদকে (৩১) গ্রেপ্তার করে। গাজীপুরে কর্মরত নিউজ২৪’র প্রতিনিধি সাংবাদিক আল আমিনের উপর শ্রীপুর চৌরাস্তা এলাকায় ছয় থেকে সাতজন তরুণ হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময়ে হামলাকারীরা তাঁর ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। চলমান কঠোর বিধি-নিষেধের মধ্যেও দোকান খোলা রাখার ছবিসহ ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জের ধরে জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গোলাম রব্বানী নাদিম তিনজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চুকে উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার তার মোবাইল ফোন থেকে কামরুজ্জামানের মোবাইল ফোনে কল করে গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। ভোলার চরফ্যাশন দক্ষিণ যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন ও আরেকটি সংবাদ মাধ্যমের সাংবাদিক নোমান চৌধুরীর পরিবারের ওপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে সাংবাদিক নোমানের বাবা মো: নূরুল ইসলাম দুলারহাট থানায় মামলা করলে পুলিশ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে। জনগণের তথ্য পাওয়ার অধিকার রক্ষায় করোনার এ সংকটকালীন সময়ে সাংবাদিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা দেয়া হচ্ছে এবং তাঁদের যেভাবে মামলা দিয়ে হয়রানি ও শারীরিকভাবে আক্রমন করা হচ্ছে তা অগ্রহণযোগ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
গনপিটুনি
জুলাই, ২০২১ মাসের অন্যতম একটি উদ্বেগজনক বিষয় ছিল গণপিটুনিতে অনেক মানুষের হতাহতের ঘটনা। প্রচলিত আইন অবজ্ঞা করে গণপিটুনী ঘটনাগুলোকে বিচারবর্হিভূত হত্যাকান্ড বলে এমএসএফ মনে করে। এমএসএফ এর পরিসংখ্যান অনুযায়ী এ মাসে গনপিটুণিতে ১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। চুরি বা ডাকাতির সন্দেহে গনপিটুনির ঘটনাগুলো সংঘটিত হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো, ডেইলি ষ্টার, কালের কন্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন, সমকাল, ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন ও অন্যান্য জাতীয় দৈনিকসমূহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপরোক্ত প্রতিবেদনতৈরি করা হয়েছে। তাছাড়াও প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা ভেরিফাইকরা হয়েছে। এখানে উল্লেখ্য যে ১ জুলাই, ২০২১ থেকে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়েছে।
ছবি: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল সিকিউরিটি এক্টে গ্রেফতার সাংবাদিক তানুকে হসপিটালে হাত কড়া পরিয়ে বেডের সাথে আটকে রাখা হয়।