ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এক প্রতিবেদনে বলেছে, হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে বিভিন্ন বাহিনীর সংশ্লিষ্টতা ও শ্রমিক বিক্ষোভে দমনে বল প্রয়োগের অভিযোগ পাওয়া যাচ্ছে। ৩১ আগস্ট মঙ্গলবার এমএসএফ‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক নিজস্ব সংগৃহিত তথ্য অনুযায়ী আগষ্ট, ২০২১ এ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে ঘটে চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দেশে বিচারবহির্ভুত হত্যাকান্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারা হেফাজতে মৃত্যু ও সীমান্তে হতাহতের মতো ঘটনাও বন্ধ হয়নি। করোনা অতিমারির সংকটকালে মানুষ যখন সাধারণ জীবনধারণ এর লড়াই-এ বিপর্যস্ত এবং বিভিন্নভাবে ক্লায়কেশে জীবন যাপনে বাধ্য হচ্ছে, সেই সুযোগ নিয়ে দূর্বৃত্তদের অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের এ ধরণের ঘটনা ঘটে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে তা বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
নিম্নে গুরুত্ব বিবেচনায় সোজা কথা পাঠকদের জন্য এমএমএফ’র প্রতিবেদনের পূর্ণ বিবরণ পাঠকদের জন্য তুলে ধরা হলো।
আইন–শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভুত হত্যা ও বন্দুকযুদ্ধ
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী আগষ্ট, ২০২১ এ বিচারবহির্ভূত হত্যাকান্ডবা বন্দুকযুদ্ধের ৭টি ঘটনা ঘটেছে। একটিতে কোন হতাহততে ঘটনা না ঘটলেও অন্যান্য কথিত বন্দুকযুদ্ধে ৫ জন নিহত, ১ জন গুলিবিদ্ধ অবস্থায় আটক ও অপর একটি ঘটনায় ১ জন গুলিবিদ্ধ অবস্থায় নদীর স্রোতে তলিয়ে যান। ৩১ জুলাই, দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরে RAB’র সাথে বন্দুকযুদ্ধে মাদকসহ একাধিক মামলার আসামি মো: পারভেজ(২৮) নিহত হন। কক্সবাজার টেকনাফের দমদমিয়া এলাকায় ব্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরুল হক ওরফে নুরু ডাকাত(৪৫) নিহত হন। চট্রগ্রামে সীতাকুন্ডে RAB’র সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি কাজল (৪৮) নিহত হন। ঢাকার কেরাণীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা ২৫ ও ৩০ বয়সী দুই যুবক নিহত হয়েছেন। RAB’র দাবি তারা সন্ত্রাসী ছিল। কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এবং টেকনাফের বিজভীখাল এলাকায় বিজিবি সাথে বন্দুকযুদ্ধে মাদককারবারিদের সাথে বন্দুকযুদ্ধে মীর কাসেম(২৫) কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে এবং অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় নদীর স্রোতে তলিয়ে যান।
আইন–শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও শ্রমিক বিক্ষোভে দমনে বল প্রয়োগের অভিযোগ
আগষ্ট মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু হয়েছে। ৪ আগষ্ট ঢাকার উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা লিটন(৪৫) নামের এক আসামির থানার লকআপে থাকা অবস্থায় মৃত্যু হয়। পুলিশের দাবি থানার লকআপের ভেতরে থাকা কম্বল ছিঁড়ে ভেনটিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে লিটন আত্মহত্যা করেছে।রিমান্ডে থাকা পুলিশ হেফাজতে থানার অভ্যন্তরে আসামির মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত ও কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
৫ আগষ্ট গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় ক্রসলাইন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে কারখানা মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পুলিশ দাবি করেছে, এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ২১ রাউন্ড রাবার বুলেট, ৫৮ রাউন্ড শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে। রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে অন্ততঃ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবেও এ ঘটনার সমাধান করা যেত।
কারা হেফাজতে মৃত্যু
এ মাসে কারা হেফাজতে একজন নারীসহ ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪ আগষ্ট সকালে বুকে ব্যাথা নিয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দি আবদুর রহিম (৫৫) কে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১২ আগষ্ট চাঁদপুর জেলা কারাগার থেকে উম্মে হাছিনা(৪১) নামের এক নারী বন্দি স্বাসকষ্ট ও জ্বর নিয়ে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অল্প কিছুক্ষণ পরই মারা যান। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত আলী(৭২) অসুস্থ হয়ে পরলে ১৪ আগষ্ট সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়ার(৭০) মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ১৩ আগষ্ট বার্ধক্যজনিত রোগসহ ডায়াবেটিকসে আক্রান্ত মুজিবুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও জেলা কারাগারের কয়েদি আব্দুর রহমানের(৫৪) মৃত্যু হয়েছে। ২৯ আগষ্ট দুপুরে অসুস্থ হয়ে পরলে তাকেসদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লক্ষণীয় যে প্রতিমাসেই কারাগারের বন্দিদের মৃত্যু ঘটেছে বাইরের হাসপাতালগুলোতে। যা কারাগারসমুহের চিকিৎসার ব্যবস্থার অপ্রতুলতা পরিলক্ষিত হয়। কারাগারসমুহের অভ্যন্তরে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারা হেফাজতে মৃত্যুর ঘটনাসমূহের যথাযথ তদন্ত করেও তার পূর্ণ প্রতিবেদন প্রকাশিত করা উচিত বলে এমএসএফ মনে করে।
সীমান্ত পরিস্থিতি
সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত সম্মেলনে বিএসএফ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয়া সত্বেও সীমান্ত হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। এ মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যা শিকার হয়েছেন ২ জন বালাদেশী নাগরিক।
২৯ আগষ্ট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফে)’রগুলিতে ইউনুস আলী(২৯) ও সাগর(২৬) দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। কয়েকজনের একটি দল লালমনিরহাট সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। সেখান থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাগর ও ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ মাসের বিভিন্ন সময়ে ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ, যশোর ও কুড়িগ্রাম সীমান্ত এলাকাগুলোতে ৭টি ঘটনায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ছয় জন নারীসহ ৪৯ জন বাংলাদেশী নাগরিক বিজিবি আটক করেছে।
উচ্চ পর্যায় থেকে বারংবার প্রতিশ্রুতি সত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ করা হয়নি। সরকারের পক্ষ থেকে সীমান্তে অনাকাঙ্খিত ঘটনাসমূহের প্রতিবাদ ও প্রতিকারে ভূমিকা নিয়ে জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
শিশু ও নারীর প্রতি সহিংসতা
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী আগষ্ট, ২০২১ মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতারঘটনা বিগত মাসগুলোর মতই অব্যাহত রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। এ সময়ে ৩৩২টি নারী ও শিশু নির্যাতনেরঘটনা সংঘটিত হয়েছে যার মধ্যে ধর্ষণের ঘটনা ৮১টি, গণধর্ষণ ১৭টি, ধর্ষণ ও হত্যা ১টি, প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন। উল্লেখ্য যে ধর্ষণের শিকার ৮১ জনের মধ্যে ৬১ জন শিশু ও কিশোরী রয়েছে, অপরদিকে গনধর্ষণে ১৭ জন এবং ধর্ষণ ও হত্যার ঘটনায় ৯ জনই শিশু ও কিশোরী রয়েছে। ধর্ষণের চেষ্টা ২১টি, যৌন হয়রানি ২৫টি ও শারীরিক নির্যাতনের ৪৮টি ঘটনা ঘটেছে। এসময়ে ১৯ জন শিশুকিশোরীসহ মোট ৫৮ জন নারী আত্মহত্যা করেছেন। অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছে ১জন শিশু ও২ জন কিশোরী। অপহরণের শিকার হয়েছে ১ জন শিশু ও ৩ জন কিশোরী অপরদিকে ৮ জন শিশু, কিশোরী ও নারী নিখোঁজ হয়েছেন। এছাড়াও আগষ্ট মাসে ৯ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬১ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন, যার মধ্যে ১৬ জন শিশু ও কিশোরী রয়েছেন। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, ইত্যাদি কারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ৩টি পারিবারিক দ্বন্দের ২টি মোট ৫টি ঘটনার অবৈধ সালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা করা হয়। ২টি ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয় থানা কতৃপক্ষ এ ধরণের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন। ৭ জন মৃতসহ ২ জন নবজাত শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়। এ শিশুদেরকে কি কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, অথচ প্রায়শ: কর্তৃপক্ষ তা খতিয়ে দেখার চেষ্টা করে না। দেশব্যাপি ধর্ষণ, শিশু ও নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন, শ্লীলতাহানি, যৌন হয়রানী ও নিপীড়নের ঘটনা যে হারে ঘটে চলেছে তাতে করে সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের দায়দায়িত্ব ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিরন্তর প্রশ্নবিদ্ধ হচ্ছে।
ডিজিটাল নিরাপত্তা আইন
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক ব্যবহারে জনমনে নানা উদ্বেগ আর ক্ষোভের জন্ম দিয়েছে। এ মাসে ১০টি মামলায় ১জন সাংবাদিক, ১ জন জনপ্রতিনিধি, ৪ জন রাজনৈতিক কর্মী, ১ জন ছাত্র ও তিনজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও এদের মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
৬ আগষ্ট সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটালনিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদ নামের একটি সংগঠন গড়ে তুলে সংগঠনের সভাপতি দাবিদার মনির খান ওরফে দরজি মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মঙ্গলবার ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি এই মামলা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট করার অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলায় মনিরুল ইসলাম(১৬) নামের এক ছাত্রকেডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয় শোক দিবসে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরসভাপতির সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে ফেসবুকে ‘কটূক্তিমূলক’ স্ট্যাটাস দেয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র দেশে আসার পরপরই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান ওরফে শাহেদকে নিয়ে ‘রহিমা সুলতানা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মানহানিকর ও অপপ্রচারমূলক পোস্ট দেওয়ায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি ও বোয়ালমারী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সোতাশী গ্রামের মো. জিহাদুল ইসলামকে(২৮) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে কবি নির্মলেন্দু গুণের লেখা ‘আগস্ট শোকের মাস কাঁদো’ কবিতার শেষের লাইন স্ট্যাটাস দেওয়া অপরাধে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যুবলীগ কর্মী সেলিম সরকারের আইসিটি(ডিজিটাল নিরাপ্তা আইন) আইনে মামলার হওয়ার এক ঘণ্টার মধ্যেই সেলিম সরকারকে গ্রেপ্তার করে আদালতেপ্রেরণ করে থানা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইন নির্বিচারে অপপ্রয়োগ মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগের সৃষ্টির মাধ্যমে এ আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের লংঘন
স্বাধীন সাংবাদিকতার ও পেশাগত দায়িত্ব পালনের সময় এ মাসে দশটি ঘটনায় সাংবাদিকেরা নানাভাবে হুমকি,হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন যা ছিল উদ্বেগজনক।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিকদের বাসা ঘেরাও করার হুমকি দিয়েছেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। গত ২৮ জুলাই প্রথম আলোয় ‘সংরক্ষিত বন “ধ্বংসের” আয়োজন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ ও জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন যৌথভাবে প্রতিবেদনটি করেন। পেশাগত দায়িত্ব পালনকালে সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার দিরাই-শাল্লা ও দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার দিরাই প্রতিনিধি আবু হানিফ সস্ত্রাসী হামলার শিকারহয়েছেন। পৌর শহরের দাউদপুর গ্রামে পুলিশের সামনেই সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে ট্রিপল হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি উজ্জ্বল বাহিনী হামলা করে। আহত সাংবাদিককে প্রথমে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়।এরপর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে বুড়িচংয়ে যুগান্তরের সাংবাদিক সুমনকে হায়দার বাহিনী হত্যাচেষ্টা চালায়। গাজীপুরের শ্রীপুরে দুইপক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় বেসরকারি টেলিভিশন নিউজ-২৪-এ কর্মরত সাংবাদিক মো. আল আমিনের ওপর হামলার মামলায় পুলিশ আসামি জাহিদকে গ্রেফতর করলেও অন্যান্য আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ইউপি চেয়ারম্যানের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে একটি অনলাইন নিউজ পোর্টালের মধুপুর উপজেলা প্রতিনিধি প্রিন্স এডওয়ার্ড বিল এলাকায় সংবাদ সংগ্রহে গেলে রহিম চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও তার বাহিনী মিলে গাছের সঙ্গে বেঁধে অমানুষিকভাবে বেধড়ক মারপিট করে। মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা সৃষ্টি করছে এবং তাদের যেভাবে হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্খিতই নয় বরং বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল।
সংখ্যালঘু নির্যাতন
গণমাধ্যমসূত্রে পাওয়া এমএসএফ’র পরিসংখ্যান অনুযায়ী এ মাসে বেশ কয়েকটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনাঘটেছে। দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ওপর দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ৭ আগষ্ট বিকেল পৌনে ৬টার দিকে শতাধিক যুবক দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, কুড়াল নিয়ে খুলনার রূপসাউপজেলার শিয়ালী গ্রামে হামলা চালায়। এ সময় চারটি মন্দির, ছয়টি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করে। ৬ আগষ্টরাত ৯টার দিকে পূর্বপাড়া মন্দির থেকে কয়েকজন নারীভক্ত কীর্তন করতে করতে শিয়ালী মহাশ্মশানের দিকেযাচ্ছিলেন। পথের মাঝে একটি মসজিদ ছিল। মসজিদের ইমাম নারীদের কীর্তন করতে নিষেধ করেন। তখন কিছুটাতর্কাতর্কি হয়। বিষয়টি নিয়ে শনিবার থানায় বৈঠক হওয়ার কথা ছিল। শান্তিপূর্ণ বৈঠককে উপেক্ষা করে তারাঅতর্কিত বাজারের গণেশ মল্লিকের ওষুধের দোকান, শ্রীবাস মল্লিকের মুদি দোকান, সৌরভ মল্লিকের চা ও মুদিদোকান, অনির্বাণ হীরার চায়ের দোকান ও তার বাবা মজুমদারের দোকান ভাঙচুর করে। এ সময় শিবপদ ধরেরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। তার বাড়ির গোবিন্দ মন্দির, শিয়ালী পূর্বপাড়া হরি মন্দির, শিয়ালী পূর্বপাড়াদুর্গা মন্দির, শিয়ালী মহাশ্মশান মন্দিরের বেশিরভাগ প্রতিমা ভাঙচুর করে। এ সময় কয়েকজন বাধা দিতে গেলেতাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই যুবকরা পালিয়ে যায়। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই ঘটনাস্থলে পরিদর্শন করলেও তাৎক্ষণিকভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ১৬ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে মাইজদী শহরের মাস্টারপাড়া এলাকায় একটি শিবমন্দিরে ভেতরে থাকা দুটি প্রতিমার মধ্যে একটি প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় মন্দিরের বাইরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত মোসলেহ উদ্দিন শাকিলকে(১৮) আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ২৪ আগষ্ট গভীর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দারারপাড় পাইকরেরতল পাথারি মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। মণ্ডপের ভেতরে থাকা সাতটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মণ্ডপের সামনে আগুন ধরিয়ে দেয় পরে হিন্দু ধর্মলম্বী লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরদিন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, ইউএনও মোহাম্মদআল মারুফ, ওসি আবদুল্লাহিল জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তসাপেক্ষে অপরাধীকে খুঁজে বের করা হবে জানান।
আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ব থেকে সতর্ক থাকলে এ ধরণের অনাকাংখিত ঘটনা ঘটার অবকাশ থাকে না। সাম্প্রদায়িক সম্প্রিতির পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধর্মান্ধ শক্তির ইন্ধনে এ ধরণের হামলার ঘটনা ঘটেছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।
প্রতিবেদনে বলা হয়েছে প্রথম আলো, ডেইলি ষ্টার, কালের কন্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন, সমকাল, ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন ও অন্যান্য জাতীয় দৈনিকসমূহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপরোক্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাছাড়াও প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা ভেরিফাই করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ১ আগষ্ট, ২০২১ থেকে ৩১ আগষ্ট, ২০২১ পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়েছে।