সোজা কথা ডেস্ক
পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পড়াশুনার মান উন্নয়নে গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রবিদাস পাড়ায় অনগ্রসর সংস্থার উদ্যোগে ৩০ অক্টোবর শনিবার সকাল ১০টায় অনগ্রসর স্কুল-২ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনগ্রসর সংস্থার পরিচালক খিলন রবিদাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের সভাপতি কৃষিবিদ সাদেকুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদের নেতা স্বাধীন রবিদাস, কাজল রবিদাস, বাসন্তি রবিদাস, সুজন রবিদাস প্রমুখ।
বক্তরা বলেন যে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে মেয়েদের পড়াশুনার পাশাপাশি তাদের ভাষা, সংস্কৃতিতে অনগ্রসর স্কুল ভালো ভূমিকা রাখবে। এই প্রশংসনীয় উদ্যোগে সরকারি-বেসরকারি সংস্থাসহ দানশীল ব্যক্তিদের তাদের পাশে থাকার আহবান জানান।