গত ২০ জানুয়ারী ৫৩–তম শহীদ আসাদ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের মেনর পার্ক এলাকায় ভাসানী পরিষদ যুক্তরাজ্যের সভাপতি শহীদ সিদ্দিকীর সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তার বলেন, ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে মিছিলে পাকিস্তানী পুলিশের গুলিতে নিহত হবার মধ্য দিয়ে জ্বলে উঠে জনতা, স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশে এবং পতন ঘটে স্বৈরাচারী জেনারেল আয়ুব খানের। আসাদের মৃত্যুর মধ্য দিয়ে ২৪ জানুয়ারী গণআন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার পথ বেয়ে ১৯৭১সালে স্বাধীনতা ও মুত্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
বক্তারা আরো বলেন, আসাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আজকের বাস্তবতায় আসাদ কেবল স্মরণীয়ই নয়, প্রয়োজনীয়ও বটে।বক্তারা শহীদ আসাদের স্বপ্নকে উর্ধ্বে তুলে ধরার আহবান জানান এবং বাংলাদেশে সামাজিক পরিবর্তনের রাজনীতিকে বেগবান করার আহবান রাখেন। তারা দেশে সবার জন্য শিক্ষা, কাজ, স্বাস্থ্যসেবা, সমাজের দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার আহবান রাখেন। তারা বৈষম্যের অর্থনীতি, লুণ্ঠন, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাণিজ্যকরণ, ধর্মীয় সাম্প্রদায়িকতা ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান রাখেন।
সভায় বক্তব্য রাখেন, আবুল কাশেম, ড. আখতার সোবহান মাসরুর, মোস্তফা ফারুক, মিজানুর রহমান বাবলু, শাহআজমান, বিধান রায়, জাহিদুল আলম, শোভন, মনজুর, মো. আমিন, আনোয়ার কাদের, আকরাম, মো. শাহীন, মো. আমিন, হাবিব, হালিম, মনিরুল ইসলাম সুমন, আহসানুল আম্বিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।