কাজাখস্তানে বৃষ্টিভেজা রাতের শেষে বিদ্যাদেবী সরস্বতী বেড়াতে এলে; টোকায়েভ সরকার পদ পদকের লোভ দেখায়। তাঁর সঙ্গে দেখা করে একদল টোকায়েভের টোকাইয়া আনা বুদ্ধিজীবী ষাষ্ঠাঙ্গে প্রণাম করে বলে, আপনি চাইলে নূর সুলতান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী চেয়ার চালু হবে। আপনি চাইলে টোকায়েভের শিক্ষা উপদেষ্টা হতে পারেন পূর্ণ মন্ত্রীর মর্যাদায়। মিন্টু রোডে বাড়ি; প্রাডো গাড়ি, কিছু সান্ত্রী সেপাই, মিঠাই মন্ডা সব পাবেন। দেবী সরস্বতীকে কফির দাওয়াতে নিয়ে যাওয়া হয় রঙ্গভবনে। টোকায়েভ তখন সরস্বতীর পছন্দের বীণা হাতে বসে। নূর সুলতান হাস্যরস করে বলেন, চলুন মা সরস্বতী আমরা রঙ্গভবনের পুষ্করণীতে সাদা রাজহাঁস ভাসাই।
সরস্বতী দেবী বিস্মিত হন, কাজাখস্তানে এতো বিদ্যানুরাগ! কই উজবেকস্তানের মমতাভ তো এতো খাতির যত্ন করেনি! সরস্বতীর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দিতে এসেছেন ছাছপছমুছা’র ডালি নিয়ে উপাছার্যরা, সংস্কৃতি মামারা হাতজোড় করে দাঁড়িয়ে; এসো এসো সুরে করুণ মিনতি মাখা।
শুরু হয় কাজাখ সাংস্কৃতিক জোটের সংগীত ও বৃন্দ কবিতা। টোকায়েভ লেখা উত্তরীয় পরে আনন্দে উদবেল তারা।
ভি আই ভি অতিথিদের চেয়ারে বসে রাজদর্জি ও দরবেশ ফকির বণিকেরা। তারা সবাই সরস্বতীকে টাকার মালা পরিয়ে দেয়; নাচতে নাচতে এসে।
কাজাখ ইতিহাসবিদ এসে সরস্বতীকে বলেন, আপনি কী কাজাখ মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রাখেন!
দেবী জিজ্ঞেস করেন, এটা কী টোকায়েভ প্রচলিত নতুন ধর্ম!
ইতিহাসবিদ গালে সুপারী পুরে ভয় দেখায়, আপনি টোকায়েভে বিশ্বাস না রাখতে পারলে আপনি কাজাখস্তানের স্বাধীনতার বিপক্ষের শক্তি।
দেবী বলেন, এ যে দেখছি নতুন ব্রহ্মা তোমাদের দেশে। আগের ধর্মগুলো নিয়ে হানাহানিতে কাজাখস্তান-উজবেকস্তান আর কিরগিজস্তানে কত মানুষের রক্ত ঝরেছে; আবার নতুন ধর্ম প্রচলন করেছো তোমরা! এ যে অবিশ্বাস্য; কত রক্ত হলে তোমাদের পিপাসা মিটবে বলো তো!
ইতিহাসবিদ চট করে উঠে গিয়ে টোকায়েভের কানভারী করে, সরস্বতী মনে হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি!
টোকায়েভ চটে গিয়ে মাইক্রোফোন নিয়ে বলেন, দেবী সরস্বতী তখন আপনি কোথায় ছিলেন, যখন পরাজিত শক্তি আমাদের জনসভায় গ্রেনেড মেরেছিলো!
টিভির লাইভ শো’তে টোকায়েভের এই টীকাটিপন্নী শুনে, ফেসবুকে টোকায়েভের টোকাইয়েরা সক্রিয় হয়।
কালা আজমভ নামের একটি শিয়াল এসে লেজ নড়িয়ে বলে, দেবী সরস্বতীরে সেকুলার ভাইবা চদ্ধা করছিলাম। অহন দেকতেচি সে বামাতি।
ইতিহাসানভ বোক্সেদস্কি বলে, সে আসলে চিংকু বাম; বেজিং-এর টেকাটুকা খাইয়া কাজাখস্তানের স্বাধীনতার লগে শত্রুতা করতেছে।
টোকায়েভের সাইবার সোলজার খাসিবস্কি হুকভ বলে, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। তুমি কেনু ঘষো আমি তাহা জানি; ছাগু কুনহানকার; অভার এন্ড আউট।
টোকায়েভের ঠিকুজি বিশেষজ্ঞ বলদাস্কি রায়ভ দুটি কথা যোগ করে বলে, দেবী কী তারেকভস্কি দর্শনে বিলেত গিয়েছিলেন; ইনুর সঙ্গে কিনুর কীসের সম্পর্ক।
বাতাবিত্তোর টিভির মাতৃরূপেন সংস্থিতা টকশো বসিয়ে গলায় গামছা দিয়ে নিয়ে আসে দেবী সরস্বতীর অনুসারী একজনকে।
টেনেটুনে বিএ পাশ কালচারাল ভটভটি আপা তাকে জিজ্ঞেস করে, হ্যা কিংবা না’তে উত্তর দিবেন! আপনাকে ধর্মীয় কট্টরপন্থীদের অনুষ্ঠানে একবার দেখেছিলাম। আপনি কী কট্টরপন্থী।
সরস্বতীর ভক্ত বলেন, বিদ্যা দানের জন্য শিবির শিবসেনা সব কট্টরপন্থীর অনুষ্ঠানে আমি যাই। আজ যেমন এসেছি আপনাদের এই টোকায়েভ দলীয় কট্টরপন্থীদের আসরে। দেবী সরস্বতী আমাদের যে সত্য সুন্দর মঙ্গলের দীক্ষা দিয়েছেন।
(কাজাখস্তানের পথে পথে)
– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক
চীফ এডিটর, ই সাউথ এশিয়া