সোজা কথা ডেস্ক
ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনামের উদ্ধার কার্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সক্রিয় রয়েছেন। তিনি আনাম পরিবারের সঙ্গে দেখা করে সাহস দিয়েছেন। ওদিকে জাতিসংঘ উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ই-সাউথ এশিয়ার প্রধান সম্পাদকের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
শাহরিয়ার জানিয়েছেন, ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা ও বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনামের উদ্ধার কার্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে তিনি নিজে সক্রিয় রয়েছেন। তিনি আনাম পরিবারের সঙ্গে দেখা করে সাহস দিয়েছেন। ওদিকে জাতিসংঘ উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
ই-সাউথ এশিয়ার প্রধান সম্পাদক মাসকাওয়াথ আহসান সোজা কথা’কে বলেন, অপহরণ বিষয়ক মিডিয়া রিপোর্ট খুব স্পর্শ কাতর বিষয়। প্রতিবেদকদের সোসাইটি ফর প্রফেশনাল জার্নালিস্ট-এর কোড অফ এথিকস মেনে প্রতিবেদন করা আবশ্যক। কেননা এখানে একজন মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত। যেহেতু মি আনামকে উদ্ধারের প্রক্রিয়া চলছে; এর সবগুলো ধাপ সম্পর্কে জানানো মি আনামের জীবনের ঝুঁকি বাড়াবে। তাই ঠিক যতটুকু তথ্য সবাইকে অবহিত করা; মি আনামের জন্য মঙ্গলজনক; ঠিক ততটুকু তথ্য প্রকাশ; সাংবাদিকতা নৈতিকতার সোনালি সূত্র; দায়িত্বপূর্ণ সাংবাদিকতার চিহ্ন।
উল্লেখ্য, এর আগে ইয়েমেনে আল কায়দার হাতে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনামের বিষয়ে ই-সাউথ এশিয়ার প্রধান সম্পাদকের একটি নিবন্ধ সোজা কথা’য় প্রকাশিত হয়।