বৃহস্পতিবার (৯ই জুন ২০২২ ইং) সন্দ্বীপ উপজেলার অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ১ নং উড়ির চরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা ও আশু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারক লিপি হস্তান্তর করেছে সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির প্রতিনিধিবৃন্দ। অবিলম্বে সন্দ্বীপ উপজেলার ১নং উড়ির চর ইউনিয়নের ওয়ার্ডগুলো পুনর্গঠন পূর্বক নির্বাচনের তফসিল ঘোষণার দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে। সন্দ্বীপনদীসিকস্তি পুনর্বাসন সমিতির পক্ষ থেকে উক্ত স্মারক লিপিতে গণস্বাক্ষর করেন দ্বীপ ইউনিয়ন উড়ির চরের ২০০০ ভোটার।
বর্তমানে উড়ির চর ইউনিয়নে কমবেশি ৫০ হাজার জনগণ বসবাস করে আসছে। সন্দ্বীপের ভেঙে যাওয়া মৌজাগুলির সমন্বয়ে ১৯৮৫ সালে ১নং উড়ির চর ইউনিয়ন গঠিত হয়। উড়ির চর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন। এই দ্বীপ ইউনিয়নে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়ার কারণেকমবেশি ২০ বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন ও জন প্রতিনিধিত্বথেকে মাহরুম ও বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হচ্ছে এই ইউনিয়নের জনগণ। ইহার জেরে স্থানীয়ভাবে আর্থ- সামাজিক ও অর্থনৈতিকউন্নয়নে জবাবদিহিমূলক অধিকার কার্যতঃ চর্চা করা যাচ্ছে না। স্থানীয়সরকারের প্রতিনিধিত্ব না থাকায় আমরা সীমাহীন দুর্ভোগ ওঅগণতান্ত্রিক পরিবেশে মূল সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, যা দেশের সংবিধানের পরিপন্থী।
১৯৮৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ মুলে সন্দ্বীপ উপজেলার১নং উড়িরচর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছিল প্রলয়ঙ্করকারী ঘূর্ণিঝড়ের পর। ২০০৭ সালে এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান খাইরুল আলমের হত্যাকান্ডের পর আজ অবধি উড়ির চরের ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ার কারণে প্রায় ৫০ হাজার অধিবাসী নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে।
ইতোমধ্যে এই ইউনিয়নের ২টি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়েছে। ২টিওয়ার্ড পার্শ্ববর্তী নোয়াখালী জেলার কোম্পানি গন্জের চর এলাহীইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় অধিবাসীদের মতামতের বিরুদ্ধে।
সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির নেতৃবৃন্দ আশা করছেন যে, উপর্যুক্ত উপজেলার অধীনে দ্বীপ ইউনিয়ন উড়িরচরের স্থানীয়সরকার নির্বাচন ও জনপ্রতিনিধিত্ব বিষয়ে নির্বাচন কমিশন আশু কার্যতঃ নির্বাহী আদেশ-নির্দেশ দিয়ে দেশের সাংবিধানিক গণতন্ত্র ওআপামর নাগরিকের ভোটাধিকারের সুযোগ দিবেন, যাহা বর্তমানঅধিবাসী ও আগত প্রজন্মের জন্য মাইলফলক ও ইতিহাস হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতিরকেন্দ্রীয় সদস্য সচিব মনিরুল হুদা বাবন, সদস্য এ,কে,এম হুমায়ুন কবির চৌধুরী মাসুদ, উড়ির চর ইউনিয়ন প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক ও মোঃ রবিউল হোসেন মাঝী।
প্রধান নির্বাচন কমিশনের অফিস থেকে দ্বীপ ইউনিয়ন উড়িরচরেরস্থানীয় সরকার ও জনপ্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন।
– প্রেস রিলিজ।