ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় আজ মঙ্গলবার মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, গাজীপুরের ছয়দানা এলাকায় অমিতি সোয়েটার্স লিমিটেড নামে একটি তৈরি পোশাকের কারখানা আছে। ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১২ এপ্রিল পরিশোধ করার কথা ছিল। ওই দিন শ্রমিকেরা কারখানায় গিয়ে দেখেন, কোনো কর্মকর্তা অফিসে আসেননি। কারখানা মূল ফটকে তালা ঝুলছে। এরপর আজ বেতন দেওয়ার কথা থাকলেও কোনো কর্মকর্তা কারখানায় আসেননি। শ্রমিকদের বেতনও দেওয়া হবে না। পরে শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে শ্রমিকেরা বেলা দেড়টা পর্যন্ত কারখানার সামনে অবস্থান করেন। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই দিকে মালবাহী ট্রাকের ও ব্যক্তিগত গাড়ির জট লেগে যায়।