সোজাকথা ডেস্ক
গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেছেন, আমরা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। আজকে পুরো বাংলাদেশটাকে ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতন গিলে ফেলেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুকিপূর্ণ, তা সত্বেও আমরা দেশ ও জাতির মুক্তির জন্য এ লড়াইয়ে নেমেছে। ভারতের অন্যান্য পণ্যের মতো আওয়ামী লীগকেও বর্জন করতে হবে।
শুক্রবার সকালে রাজধানী ঢাকায় ভারতীয় পণ্য বয়কটের ডাকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে তিনি এসব বলেন।
মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে আবার পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, এ লড়াই অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং জানা সত্বেও আমরা রাজপথে নেমেছি। আমরা জানি, ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবে না। আজকে ইসলামী মাহফিলগুলো ভারতের পরিকল্পনায় বন্ধ করে দেওয়া হচ্ছে, অপরদিকে তারা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় জয় বাংলা কনসার্ট করছে।
আজকে আমাদের সীমান্ত অরক্ষিত, প্রতিনিয়ত ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে বাংলাদেশের নাগরিকগণ মারা পড়ছে। কিন্তু এর কোনো বিচার আজ পর্যন্ত হয়নি, আর হবে বলে আমরা মনেও করি না। ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমাদের এ লড়াই চলবে।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার ফাহিম, জিয়াউর রহমান, জাকির হোসেন, আরিফ বিল্লাহ; মহানগর ইমামউদ্দিন, আব্দুল্লাহ, ফায়সাল আহমেদ, লোটাস মোকসেদ, আবুল কালাম রুহানি; যুবনেতা সাকিব হোসাইন, শাহজালাল, আমিরুল ইসলাম প্রমুখ।