ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে এ পর্যন্ত ২০৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১০০ জনের বেশি নার্স। বাংলাদেশ চিকিৎসক ফাউন্ডেশন সারাদেশের তথ্য সংগ্রহ করে শনাক্ত হওয়া এই স্বাস্থ্যকর্মীদের একটি তালিকা তৈরির কথা জানিয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী দেশটিতে এখন সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৭৫ হাজার চিকিৎসক রয়েছেন এবং নার্সের সংখ্যা ৩২ হাজারের মতো হবে।
চিকিৎসক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ডা: নিরুপম দাস বলছিলেন, এখন যে হারে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাতে স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিতে পারে।
“বাংলাদেশে চিকিৎসকদের মধ্যে আক্রান্তের হার ১৩শতাংশের কাছে। আর নার্স সহ হিসাব করলে আক্রান্ত ১৫ শতাংশ হবে। এখন স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের যদি এই হার অব্যাহত থাকে, তাহলে ১৫ থেকে ২০দিন পর স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়বে।”
তিনি আরও বলেছেন, “আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, কোয়ালিটি পিপিই দেয়ার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মানের কথা বলছে, আমরা সেই মানের পিপিই চাচ্ছি।
“প্রথমদিকে (পিপিই) সেই মানের ছিল না। আমরা আমাদের এক জরিপে দেখলাম, বেসরকারি হাসপাতালগুলোতে ৯৯শতাংশ চিকিৎসকই সুরক্ষার কোনো সরঞ্জাম পাননি।”