৷৷৷৷ লক ডাউন ৷৷৷৷
গতকাল টাকা তোলার জন্য সোনাপুর গিয়েছিলাম। আমার রগ এবং কোমরের হাড়ের সমস্যা। খুব ব্যথায় ভুগি।রিকশাচালক উঠাবে না তার রিকশায়।পুলিশভাই লাঠি বাগিয়ে রিকশাচালককে বললেন,ব্যাটা বাড়ি থেকে বের হতে কে বলেছে ! অথচ জিরোপয়েন্টের পশ্চিমে যে রাস্তাটায় একটুখানি মার্কেটের মতো দেখায় সেখানে মোবাইল দোকান ঠিকই খোলা। হুম,এটাই সারভাইভার অব দ্য ফিটেস্ট! হুম, এটাই লক ডাউন!
৷৷৷৷ শব্দার্থ ৷৷৷৷
আমার বাসায় অনেক ইঁদুর, এতো ইঁদুর যে রাতে ঘুমাতে পারিনা। ইঁদুরের ওষুধ দিলে মরে পঁচে থাকে চিপাচাপায়। যেগুলি পরিস্কার করতে এবং খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়। ছেলেটা মজা করে বলে মা ইঁদুর আমাদের বাসায় থাকে না, আমরাই আসলে ইঁদুরের বাসায় থাকি। বিগত বেশ ক’বছর ধরেই দেখছি, আমাদের দেশে নেতা থাকে না, আমরাই বরং থাকি নেতাদের দেশে। যদি প্রশ্ন করা হয়, নেতাদের রাজধানী কোথায়? তবে এক বাক্যে বলে দেয়া যাবে, সারা পৃথিবীর নেতাদের রাজধানী অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ এখন নেতাদের দেশ, আর আমরা বাংলাদেশে থাকি না, থাকি নেতাদের দেশে। ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দটা বাদ দিয়ে অন্য ভাবনা ভাবতে পারেন পলিসি লেবেলে যাঁরা কাজ করেন তারাঁ। ছোটবেলায় গমচোরের কথা শুনেছি, এখন দেখি চাল চোর। ভবিষ্যতে নেতা শব্দের আভিধানিক অর্থ বাংলা একাডেমি করতে পারে নেতা মানে ‘চাল চোর’, নেতা মানেই ‘সন্ত্রাস’।
- শামা আরজু : লেখক, শিক্ষক