ডেস্ক রিপোর্ট: ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রতিদিনের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্রান্ট শাপস জানান, শনিবার নতুন করে ৩৪৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এর ফলে সব মিলিয়ে ইউকের এখন মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৫৮৭ জন।
শনিবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৬ হাজার ৮৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এটা স্বাস্থ্যমন্ত্রীর ঘোষিত একশ হাজার লক্ষ্যমাত্রার প্রায় কাছাকাছি। উল্লেখ্য এক শত হাজার লক্ষ্যটি ৩০ এপ্রিল অর্জিত হয়েছিল এবং এরপর থেকে আর এটি অর্জিত হয়নি। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে শুক্রবার পরিবেশ মন্ত্রী বলেন জর্জ ইউস্টুইস বলেন কিছু কিছু ক্ষেত্রে ১০ দিন পর্যন্ত লেগে যায় পরীক্ষার ফলাফল আসতে। যখন পরীক্ষার ফলাফল গুলো আসতে থাকবে তখন কিছু কিছু দিন এ সংখ্যা ১০০ হাজার ছাড়িয়ে যাবে।