করোনা পরিস্থিতিতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সবাই , চিকিৎসক এঁরা সৈনিক। আমাদের রক্ষা করার জন্য যাঁরা কাজ করে যাচ্ছেন। এই পর্যায়ে এসে অনেকেই প্রশ্ন তুলছেন জীবন আগে নাকি জীবিকা? প্রশ্নটা খুব জটিল আমার কাছে। অনেকটা ডিম আগে না মুরগি আগে এটার মতো। হঠাৎ মনে হলো আমাদের গার্মেন্টস শ্রমিকদের কথা বাদ গেল তবে! তাঁরাও তো কাজ করে যাচ্ছেন আমাদের অর্থনীতি সচল করার জন্য। আমাদের অর্থনীতি আর জীবিকা একটাও আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আসলে আমিই বোকা এই চালাকদের দেশে! শ্রমিকের অভাব আছে! গ্রামে জনসংখ্যা নিয়ন্ত্রণের কিচ্ছুটি নেই । এখন মনে হচ্ছে, পরিকল্পনা করেই হয়তো কাজটা করা হয়েছে। ঝাঁকে ঝাঁকে শ্রমিক মরলে আবার ঝাঁকে ঝাঁকে শ্রমিক আসবে কাজ করতে। তবে কি মালিকরাই সচল রাখছে আমাদের অর্থনীতিকে?
বুঝি না!
পাটিগণিতে কাঁচা আমার রাজনীতি বোঝা হলো না এই এক জীবনে। না, আর একটা জীবন আমি চাই না। জীবন এখানে থমকে গেছে,সেই বোধটা বোধ করি এখনও আছে।